স্বপ্রণোদিত হয়ে কর দিতে হবে – সুলতান ইকবাল

32

0001জাতীয় রাজস্ব বোর্ড (শুল্ক গোয়ন্দো ও নিরীক্ষা) সদস্য সুলতান মো. ইকবাল বলছেনে, দেশের উন্নয়নে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অংশগ্রহণ করতে হবে। আমাদের উপার্জিত অর্থ থেকে সঠিকভাবে কর দিয়ে দেশ ও জাতির অগ্রযাত্রায় অবদান রাখতে পারি। তাই স্বপ্রণোদিত হয়েই আমাদেরকে কর দিতে হবে। সিলেটের ব্যবসায়ীরা বরাবরই কর প্রদানে আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, সিলেট অঞ্চল থেকে প্রতি বছরই বড় অংকের রাজস্ব আসে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের উদ্যোগে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ করদাতা উদ্বুদ্ধকরণ বিষয় সেমিনারে প্রধান অতথিরি বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল রবিবার নগরীর দরগাহ গইেটস্থ একটি হোটেলে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের সভাপতি ড. এ.কে.এম নূরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখনে কর অঞ্চল সিলেটের কমিশনার. মো. মাহমুদুর রহমান, সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী। মো. তুহনি আহমদের কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যান্যেরে মধ্যে বক্তব্য রাখেন সিলেটে চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক মো. লায়ছে উদ্দিন, সিপার আহমদ, ফখরুদ্দিন আলী আহমদ, ফালাহ উদ্দিন আলী আহমদ, মমিনুল ইসলাম প্রমুখ। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন যুগ্ম কর কমিশনার জুয়লে আহমদ। বিজ্ঞপ্তি