কথা রাখলেন ওসি ॥ জগন্নাথপুরে দুইটি মেলা ভেঙে দিয়েছে পুলিশ, এলাকায় স্বস্তি

13

potoজগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে দুইটি মেলা ভেঙে দিয়েছে পুলিশ। গত কয়েক দিন ধরে উপজেলার পৃথক স্থানে মেলার নামে অসামাজিক কর্মকান্ড চলে আসছিল। মেলাগুলো বন্ধের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেন স্থানীয় এলাকাবাসী। যুব সমাজের ধারাবাহিক আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে মেলাগুলো ভেঙে দিতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিহাদ ঘোষণা করেছিলেন।
জানা গেছে, গত ২ দিন ধরে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ বাজারের পাশে হাওরে রাণীগঞ্জ কলেজের নাম ভাঙিয়ে বসন্ত মেলার নামে প্রকাশ্যে অসামাজিক কর্মকান্ড চলে আসছিল। সেই সাথে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের কচুরকান্দি এলাকায় ৫ দিন ধরে মেলা চলছিল।
অবশেষে গতকাল সোমবার দুপুরে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে সুনামগঞ্জ থেকে আসা অতিরিক্ত পুলিশ দল কচুরকান্দি এলাকার মেলাটি ভেঙে দেয়। এদিকে-জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানে রাণীগঞ্জের মেলাটি ভেঙে দেয় পুলিশ। মেলাগুলো ভেঙে দেয়ায় স্থানীয় সচেতন মহলের মধ্যে স্বস্তি ফিরে আসে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, মেলার নামে অসামাজিক কর্মকান্ড বন্ধ করতে আমি জিহাদ ঘোষণা করেছিলাম। আমি আমার কথা রেখেছি। মেলাগুলো ভেঙে দিয়েছি। তিনি বলেন, জগন্নাথপুর থানা এলাকায় আর কোন মেলা বসতে দেয়া হবে না।