শাল্লায় জলমহালে মাছ লুটকারীদের সাথে পুলিশের সংঘর্ষে নিহত ১, আহত ২০

36

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ঘাগটিয়া জলমহালে পুলিশ ও সাধারণ জেলেদের মধ্যে অনুষ্ঠিত সংঘর্ষে এক জেলে খুন ও পুলিশসহ মোট ২০ ব্যক্তি আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ২টায় এ ঘটনা ঘটে।। প্রত্যেক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টা থেকে ঘটনার পূর্ব পর্যন্ত পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলার ১০টি গ্রামের প্রায় ৫ হাজার সাধারণ জেলে বিশেষ উন্নয়ন স্কীমের আওতায় পরিচালিত ঘাগটিয়া জলমহালে মাছ ধরা শুরু করে। এসব সাধারণ জেলেদের বিরুদ্ধে জলমহালের মৎস্য সম্পদ ও পুলিশের উপর হামলার ঘটনায় এক সপ্তাহ পূর্বে শাল্লা থানায় মামলা দায়ের করা হয়। মামলায় পলাতক থেকে সাধারণ জেলেরা আরোও বেপরোয়া ও সংগঠিত হয়ে শনিবার দেশীয় মাছ ধরার যন্ত্রপাতি নিয়ে মৎস্য নিধনে নামেন। খবর পেয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ বিন ইকরাম ও ওসি আনিসুর রহমানের নেতৃত্বে থানার পুলিশ দল ঘটনাস্থলের জলমহালে ছুটে যান। এ সময় সাধারণ জেলেরা পূর্বের ন্যায় একই কায়দায় পুলিশের উপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে ১০ রাউন্ড টিয়ারগ্যাস সেল ও ১১ রাউন্ড গুলিবর্ষণ করে। নিহত মোঃ মনসুর আলী আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা  গ্রামের আঞ্জু মিয়ার ছেলে। অন্যান্য আহতরা হলেন একই গ্রামের দিলু মিয়া, পশ্চিমবাক গ্রামের বাবুল মিয়া, শাল্ল¬া থানার এস আই জিন্নাহ, এ এস আই আব্দুছ ছামির, কনস্টেবল আলী হোসেন, সমিরণ ও ইসলাম হোসেন প্রমুখ। স্থানীয় সংবাদদাতা হাবিবুর রহমান ও বাদল চন্দ্র দাস জানান, আহতদেরকে আজমেরীগঞ্জ ও শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন জলমহাল লুটপাটকারীরা যখন পুলিশের উপর হামলা চালায় তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।