মেট্রোসিটি সিকিউরিটিজ স্বার্থরক্ষা কমিটির অর্থ প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

28

সিলেট মেট্রোসিটি সিকিউরিটিজ লিঃ এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও পর্ষদের অন্যায়ভাবে শেয়ার আত্মসাৎ করা ও আত্মসাতকারীদের কাছ থেকে শেয়ার ফেরত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন গ্রাহক স্বার্থ কমিটি সিলেট মেট্রোসিটি সিকিউরিটিজ লিঃ এর সভাপতি শফিকুর রহমান, মোঃ আব্দুস সামাদ, মোঃ মাহবুবুর রহমান, আকতার বাছিত, মোঃ আতিকুল হক, আলী হায়দার চৌধুরী, ধনঞ্জয় চৌধুরী প্রমুখ।
নেতৃবৃন্দ সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহীম আলীর বিভিন্ন চক্রান্তের উল্লেখ করে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানের কাছে বলেন, ব্যক্তিগত লোভের আশায় কোম্পানীর সিগনেটরি পরিচালক শামীম আহমদ, কম্পায়েন্স পরিচালক খালেদ আহমদ, পরিচালক ছালে আহমদ, অর্ন্তবর্তী ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন, সাবেক ব্যবস্থাপনা পরিচালকের পত্র রাফি ইব্রাহীম ও কর্মকর্তা আরফাত রহমানের যোগসাযসে গ্রাকদের প্রায় ৮৩ লক্ষ শেয়ার অবৈধভাবে বিক্রি করে প্রায় ২৮ কোটি টাকা আত্মসাৎ করে। নেতৃবৃন্দ বলেন, মেট্রোসিটি সিকিউরিটিজ লিঃ এর ৬ হাজার ৫৩জন গ্রাহক আজ পথে বসেছেন। এ অবস্থা থেকে উত্তরনের জন্য আপনার সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন এবং দোষীদের অতিদ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তির দাবী জানান। বিজ্ঞপ্তি