মানব দানব

38

ছাদিকুর রহমান

রক্তের নেশায় হয়েছে উম্মাদ হয়েছে দিশেহারা
জ্বালিয়ে পুড়িয়ে করেছে ছারখার সোনার অঙ্গখানা
হায়নার মত ছিঁড়ে খাচ্ছে মানুষের মাংস
একবারও কি বলতে পারবে এটা কোন মানবতার অংশ
চোখের সামনে ভেসে উঠে আর্তনাতের ছবি

ত্রিশ লক্ষ শহীদের স্বাধীন দেশে এখন একি দেখি
নাকের মাঝে লাগে শুধু পোড়া মানুষের গন্ধ
কেউ কি জান কবে হবে এই নির্মমতা বন্ধ
মায়ের চোখে অশ্র“ ঝরে বধূর হাহাকার
বাবা কাঁদে বোবা কান্না সয় না যে আর

আসুক যত বাধা বিপত্তি যতই বঞ্চনা
যতই কষ্ট হোক যত যন্ত্রণা
সব কিছু ঝেড়ে ফেলে
মুক্ত আলিঙ্গনে জয় হোক মানবতা
মানব কোন দিন হয় না দানব
দানব হয় না মানব
মানব দানবের এ লড়াইয়ে জিতবে মানব।