বসন্ত

44

বেগম হাফসা শফিক

নব বসন্তে, নব দিগন্তে, নব গান গাহিয়া,
আজি ধরা উঠেছে জেগে কোকিলের কুহু ডাক শুনিয়া।

নব ঊষা নব পুষ্প, নব হাসি, নব চাওয়া,
নব চোখ, নব জোয়ার, নব কুঞ্জে তোমায় পাওয়া।

তোমারী বিরহে কেটেছে কত দিবস কত যামিনী,
আজি বসন্তে তোমায় পেয়ে চারিদিকে উল্লাস নৃত্যে নাচে ধরণী।

নাচে বিহঙ্গ, নাচে ফুল, নাচে জোছনা,
নাচে মুকুল, নাচে কলি, নাচে পল্লব, নাচে ঝরণা।

দখিনা বাতাসে পক্ষির কন্ঠে নব কলরব,
আজি কোকিলের কন্ঠে এত গান ফুলের কত সৌরভ।

তোমায় নিয়ে স্বপ্ন কত হারিয়ে যায় সীমানা,
আজি এই পুষ্পমাল্য পরাব তোমায় এই নব কামনা।