সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লড়াই এখনো চলছে ——- শিক্ষা বোর্ড’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান

31

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ.কে.এম গোলাম কিবরিয়া বলেছেন, মুক্তিযুদ্ধ শেষ হয়েছে। কিন্তু সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লড়াই এখনো চলছে। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথ নিতে হবে। আমরা যদি ধর্ম, বর্ণ, গোত্র ও নানা মতবাদ ভুলে গিয়ে শুধু দেশের স্বার্থে এককাতারে মিলিত হতে পারি, তাহলেই সূচিত হবে নতুন বাংলাদেশের। সানিহিল ইন্টারন্যাশনা স্কুল এন্ড কলেজের উদ্যোগে মাহান স্বাধীনতা দিবস উদযাপন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল ২৫ মার্চ বুধবার সকালে স্কুল ক্যাম্পাসে গভর্ণিং বডি’র ভাইস চেয়ারম্যান খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে, শিক্ষক আলী জাহেদ ও কামরুল ইসলামের যৌথ পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সানিহিল ইন্টারন্যাশনা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আবুল কালাম আজাদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুুলিন চন্দ্র রায়, গভর্ণিং বডির সদস্য এ কে এম বদরুল আমিন, এহতেশামুল হক চৌধুরী, এডভোকেট জুনেদ আহমদ, ডাইরেক্টর আতাউর রহমান শেলু, মাওলানা হারুনুর রহমান, ভাইস প্রিন্সিপাল শাহানা চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৮ম শ্রেণীর ছাত্র আবু মুসা আনসারী। এ সময় দেশাত্মবোধক গান, হামদ, নাত, অভিনয় ইত্যাগি পরিবেশন করেন স্কুলের ছাত্র-ছাত্রীরা। বিজ্ঞপ্তি