হিজল স্যারের জন্য প্রার্থনা

22

মো: সুরুজ মিয়া

বিদায়ের কথা শুনে ব্যথা বেদনার একটি পাহাড়।
জেগে উঠে আমার এ অবুঝ বুকে ॥
সত্যিই বিদায় একটি কষ্টের ব্যাপার।
বাস্তব চিরসত্য এ ভূলোকে ॥

আমরা চাই না কেউ চলে যাক।
আমাদের মধ্য থেকে দূরে কোন প্রিয়জন ॥
হায় ! তবুও যখন যেতে হয় কারো।
কেঁদে উঠে মানে না বারণ ॥

মনকে শুধাই, কেনো কাঁদো কেনো কাঁদো ?
পৃথিবীতো আসা যাওয়ারই ভূমি ॥
মন বলে এও ঠিক, তবে বল।
আমাকে সান্ত্বনা দেওয়ার কী ভাষা জান তুমি ?

আমি বলি, না না, আমি বড়ই দু:খিত ব্যথিত।
হে মন, তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নাই জানা ॥
তুমি থাম, শান্ত হও, শান্ত হও।
কর বিদায়ীর জন্য সুখ প্রার্থনা ॥

আমার কথা শুনে, প্রার্থনার মন বলে হে মোর রব।
একমাত্র তুমি ছাড়া শক্তিহীন সব ॥
একমাত্র তুমিই সব কিছুর মালিক তাই।
মালিকের কাছে সব কল্যাণ হিজল স্যারের জন্য চাই ॥