সিলেট-চট্টগ্রাম-ঢাকা রেললাইন উন্নয়ন ও পণ্য পরিবহন ব্যবস্থা সহজ করুন —————- গণদাবী পরিষদ (তৃণমূল)

38

বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ (তৃণমূল) কেন্দ্রীয় কমিটির সভায় বক্তারা সিলেট-চট্টগ্রাম রুটে পণ্য পরিবহন ব্যবস্থা সহজীকরণের জন্য সরকারের প্রতি জোরদাবী জানিয়েছেন। গতকাল ১৯ ফেব্র“য়ারী বৃহস্পতিবার বিকেল ৩টায় সংগঠনের ৩/১৩ নগরীর সুরমা ম্যানশনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে পরিষদের আহ্বায়ক আলহাজ্বআখলাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় গণদাবী নেতা রুহুল ইসলাম মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ ঢাকা-সিলেট-চট্টগ্রাম-সিলেট রেললাইন ডাবল, সিগনালিং পদ্ধতি আরো উন্নত সহ ট্রাফিক জ্যাম নিরসনকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া সভায় বৃহত্তর সিলেটের প্রশাসনিক অফিস-আদালতে স্থানীয় সিলেটী শতভাগ বেকার শিক্ষিতদের চাকুরী প্রদান, ঘুষ দুর্নীতিমুক্ত প্রশাসন গড়া ও সিলেটের সকল রাস্তাঘাট পুন:সংস্কারের জোরদাবী জানানো হয়। সভায় সংগঠনের সাংগঠনিক কাঠামো জোরদার করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া সভায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনের কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং সকল শহীদানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সচিব মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সাংবাদিক মোঃ বশির উদ্দিন, তৃণমূল সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট শামীম হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক মোরাদ আহমদ, শেখ শহীদুল ইসলাম, মাওলানা আছলাম রহমানী, ইয়াওর বখত চৌধুরী, জমির উদ্দিন চেয়ারম্যান, রিয়াজ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, মাওলানা এম এ জলিল, অধ্যাপক এম এ মুহিত, জাহির উদ্দিন, মাসুক আহমদ সুজন, নজরুল ইসলাম শ্যামল, সৈয়দ আব্দুল কুদ্দুস মেম্বার, নাঈমা বেগম, হাসান বখত চৌধুরী কাউসার, কন্ঠশিল্পী তুহিন আহমদ, মোঃ কামরুজ্জামান আহমেদ মিঠুন, আরিফ আহমদ, সৈয়দ মোস্তাফিজুর রহমান, হোসাইন আহমদ, জাহিদুর রহমান, আজাদ চৌধুরী, মোঃ আব্দুস শহিদ, মোঃ সেলিম আহমদ, হেলাল আহমদ, ফারুক আহমদ, মোঃ হুমায়ুন কবির, আব্দুস সুইট ও সুহেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি