ছাতকে জামায়াত-পুলিশ সংঘর্ষের ঘটনায় পৌর আমীরসহ জামাতের দু’শ নেতাকর্মীর বিরুদ্ধে এসল্ট মামলা, গ্রেফতার ২

20

ছাতক থেকে সংবাদদাতা  :
ছাতকে জামাত-পুলিশ সংঘর্ষের ঘটনায় ইসলামপুর ইউপি চেয়ারম্যান, পৌর জামাতের আমীর এড. সুফি আলম সুহেলসহ ১৫ জনের নাম উল্লেখ করে দু’শতাধিক জামাত-শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাতক থানার এসআই কামাল হোসেন বাদী হয়ে এ মামলা (নং-১৪) দায়ের করেন। গত বুধবার বিকেলে পুলিশের কাজে বাঁধা ও হামলার ঘটনায় এ মামলা দায়ের করা হয় বলে জানান, ছাতক থানার ওসি শাহজালাল মুন্সি। এদিকে বৃহস্পতিবার সকালে ছাতক হাইস্কুল মার্কেট থেকে জামাত কর্মী সুনু মিয়া (৩৫)কে আটক করেছে পুলিশ। সে ইসলামপুর ইউনিয়নের দক্ষিন গনেশপুর গ্রামের মৃত মজমদর আলীর পুত্র। বিকেলে পীরপুর বাজার থেকে ইকবাল হোসেন (২২)নামের এক শিবির কর্মীকে আটক করা হয়। সে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর পশ্চিমপাড়ার মৃত মোজাম্মেল আলী ওরফে মজনুর পুত্র। কৈতকে গাড়ী পুড়ানোর ঘটনায় জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়।