সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে মাছিমপুর এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ

7

কালীঘাটস্থ সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে নগরীর মাছিমপুর, ছড়ারপাড়, কামালগড় বন্যা কবলিত এলাকায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
(৩০ জুন) বৃহস্পতিবার কালীঘাটস্থ সিলেট ব্যবসায়ী সমিতির অন্তর্ভুক্ত এলাকার সকল ব্যবসায়ীবৃন্দের সহযোগিতায় নগরীর বন্যার্তদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তার বলেন, সিলেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সব সময় অসহায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এসব কাজের ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকায় কষ্টপীড়িত পানিবন্দি মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে। অসহায় মানুষের পাশে সিলেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতো সমাজের বিত্তবাদের এগিয়ে আসার আহ্বান জানান।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাকা আহমদ, ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম, বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা কলন্দর আলী, সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জিয়াউল হক, সাধারণ সম্পাদক মো. দিলওয়ার হোসেন, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আজিজুল হোসাইন দুলাল, দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্ট সুনিল সিংহ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবদুল গফফার মিন্টু, আব্দুল জলিল, হাজী খালেদ হোসেন, মো: শরিফ আহমদ, মনোজ কুমার দাস, এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী মো. লুৎফুর রহমান বাপ্পী, মো. অলিউর রহমান কয়েস, আব্দুর রহমান, মো. জনি আহমদ, হাজী সৈয়দ নুরুল ইসলাম বাবলা প্রমুখ। বিজ্ঞপ্তি