সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা

21

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
হরতালের সমর্থনে সুনামগঞ্জ কোর্ট পয়েন্ট থেকে শুরু হওয়া মিছিলটি পুরাতন বাস স্ট্যান্ডে পুলিশ বাধায় পড়ে। এ সময় মিছিলকারীরা পুলিশ বাধা অতিক্রম করতে না পেরে রাজপথেই সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন, সৈয়দ রমিজ মাষ্টার, এড. আব্দুল হক, এড. শামসুর রহমান, এড. মাসুক আহমদ, এড. শাহীনুর রহমান, এড. কবির আহম, এড. আব্দুল জলিল, এড. নাজিম কয়েছ, এড. মোশাহিদ আলী, এড. কামাল, এড. মনির উদ্দিন, এড. শফিকুল ইসলাম, এড. সালেহ আহমদ, এড. আবুল কাশেম, এড. জামাল উদ্দিন, এড. আব্দুল আহাদ, এড. ফয়ছল, মোস্তাক আহমদ, আব্দুল মজিদ, দেওয়ান রাবিন আনোয়ার, শামীম আহমদ, কামাল পাশা, মোনাজ্জির, নূরুল আলম, সুয়েব চৌধুরী, হোসেন আমীর, জাকিরুল ইসলাম তপু, মঈনুল ইসলাম, শফিউল ইসলাম, নূরে আলম, মোঃ জুয়েল, আহমদ, মোঃ ফারুক মিয়া, মাহমদ, আব্দুস শহীদ, সেলিম আহমদ, মঈনুল ইসলাম, আবু তালেব, একে কুদরত পাশা, মকসদ মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, আবুল কালাম, ছাত্রদল নেতা ফরহাদ শাহ, মুছিহুর রহমান জুনায়েদ, রুহুল, রূপক, আবু সালেহ, ছুটিল, শরিফ, সুজন পাল, আজাদুর রহমান, সালেক আহমদ, সঞ্জিত দাস প্রমুখ।
হরতাল চলাকালে সুনামগঞ্জে যান চলাচল ছিল স্বাভাবিক। সকাল থেকেই বিভিন্ন গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সুনামগঞ্জ থেকে বিভিন্ন উপজেলার গড়ি ছেড়েছে যথাসময়ে। লঞ্চ চলাচলে হরতালের কোন প্রভাব ছিল না। ব্যাংক বিমায় লেনদেন চলছে যথা নিয়মে।