বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম বোয়াফ’র মানববন্ধন ॥ গণতন্ত্রের নামে পেট্রোল বোমা বন্ধ করুন

53

গণতন্ত্রের নামে চোরাগুপ্তা হামলা, পেট্রোল বোমা সন্ত্রাসের প্রতিবাদে এবং সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম-বোয়াফ সিলেট এর উদ্যোগে মানব্বন্ধন ও অবস্থান র্কমসূচী পালন করা হয়। কর্মসূচীতে পেট্রোলবোমা সন্ত্রাসীদের ফাঁসির বিধান নিশ্চিত করে আইন করার দাবি জানানো হয়।
কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন জেলা যুব-মহিলা লীগের সভাপতি নাজনীন আক্তার কনা,সাধারন সম্পাদক তাসমীহ বিনতে স্বর্না, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এম নিজাম উদ্দিন, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্যতম নেতা মাহমুদুল করিম নেওয়াজ, মারুফা আক্তার মাধবী, ফারজানা আক্তার ফাহমিদা দিয়া, জসিম উদ্দিন, রাজেশ সরকার, রাজিব তরফদার, পলাশ দত্ত, শাহীনুল, সম্রাট খান, ভাস্কর ভট্টাচার্য্য, রুবেল তালুকদার জনি, আফজাল হোসেন সুহেল, রনি খান, মেক মুরাদ, কামরুল ইসলাম, ফয়সল ইসলাম ভূঁইয়া, রাহাদ হোসেন চৌধুরী, নজরুল ইসলাম, কামরুল ইসলাম, সুহেল আহমদ মুন্না, ইশতিয়াক চৌধুরী, জাকারিয়া মাহমুদ, কমল কান্তি শর্ম্মা, কাওসার আহমদ, তানবীর, বিষ্ণু কুমার, একেএম টুটুল প্রমুখ। বিজ্ঞপ্তি