সাবেক মেয়র কামরানের বাসায় ককটেল হামলা, ৩ যুবক গ্রেফতার

35

23462স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের ছড়ারপারের বাসায় ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ককটেলটি বাসার দরজার সামনে বিস্ফোরিত হলেও তবে হামলায় কেউ হতাহত হননি। এ সময় পরিবারের বাকী সদস্যরা বাসায় থাকলেও কামরান বাসায় ছিলেন না। বিস্ফোরিত ককটেলের আওয়াজে তারা আতঙ্কিত হয়ে উঠেন। এ ঘটনায় জড়িত সন্দেহে কোতোয়ালি থানা পুলিশ ৩ যুবককে গ্রেফতার করেছে। তারা হচ্ছে- মাহবুব, সাগর ও শাহীন। পুলিশ তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে।
বাসায় ককটেল হামলার ব্যাপারে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ককটেল হামলার ১০ মিনিট আগে আমি বাসা থেকে বের হয়ে যাই। হামলার ঠিক ২ মিনিট আগে আমার স্ত্রী আসমা কামরান ঘরে ঢুকেন। ককটেলটি আমার বাসার দরজার সামনে বিস্ফোরিত হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলার ঘটনায় সন্দেহভাজন ৩জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।