প্রতিহিংসার রাজনীতি বন্ধের দাবিতে জাগরণ সেবা সংস্থার মানববন্ধন

39

সিলেট জাগরণ সেবা সংস্থা’র উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ স্কয়ারে রাজনীতিবিদদের প্রতিহিংসা রাজনীতি বন্ধের আহবান জানিয়ে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকলে বক্তারা বলেন, গরীব-দুঃখী মেহনতী মানুষের স্বার্থে সকল ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি পরিহার করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকারের প্রতি আহ্বান জানান বক্তাগণ। বক্তারা আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের নামে ভোটারকে পুড়িয়ে মারার মত নিষ্ঠুরতম কাজ থেকে ফিরে এসে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার পরামর্শ দেন। বক্তারা অবিলম্বে দেশের রাজনৈতিক সংকট নিরসনে সকল দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মোঃ ফখরুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমির উদ্দিন নাঈমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোঃ নিজাম উদ্দিন ইরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ মোঃ আল আমিন সংগ্রামী, সমাজসেবক মোঃ জাকির আহমদ, মোঃ ছায়েফ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জুয়েল আহমদ, মোঃ লুবিবুর রহমান লাভলু, হাফিজ মোঃ ময়নুল ইসলাম আশরাফ, সাংবাদিক মোঃ আনোয়ার হোসাইন হৃদয়, হোসাইন আহমেদ, সংস্থা’র স্থায়ী কমিটির সদস্য কামাল আহমদ ও মাওলানা ইব্রাহিম আলী, সংস্থার প্রচার সম্পাদক মোঃ হাবিবুর রহমান চৌধুরী হাবিব, সমাজকল্যাণ সম্পাদক মোঃ বুরহান উদ্দিন, সংস্থার ২৬নং ওয়ার্ড সভাপতি মোঃ নাছির উদ্দিন, মাওলানা সাহাল আহমদ, আব্দুল আউয়াল হেলাল, সেলিম আহমদ, মাসুম আহমদ, কাউসার আহমদ, বেলাল আহমদ, মোঃ জমির উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি