শিক্ষার প্রতি বেশী নজর দিন -ইউএনও আসাদুল হক

81

বিশ্বনাথ উপজেলার নির্বাহী অফিসার আসাদুল হক বলেছেন, সমাজ ও  রাষ্ট্রের উন্নয়নের জন্য সবচেয়ে বেশী প্রয়োজনীয় বিষয় হলো শিক্ষা। শিক্ষা ছাড়া আমরা কিছুতেই এগিয়ে যেতে পারবো না। তিনি বলেন, প্রবাসীগণ দেশের উন্নয়নের জন্য অনেক চেষ্টা তদবির করে থাকেন, তবে আমার দাবী থাকবে তারা যেন অট্টালিকার প্রতি কমনজর দিয়ে শিক্ষার প্রতি বেশী নজর দেন। ইসলামী শিক্ষা বিস্তারে মরহুম মাওলানা শায়খ আশরাফ আলী বিশ্বনাথীর অবদানের কথা স্মরণ করে তিনি সমাজের দুস্থ মানবতার কল্যাণে প্রবাসীদের সংগঠন মাদানীয়া ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকের বহুমুখী কর্মকান্ডের প্রশংসা করেন। গতকাল মঙ্গলবার বিকেলে জামিয়া মাদানীয়া বিশ্বনাথ মাদ্রাসা ময়দানে কম্বল, টিউব ওয়েল ও প্রতিবন্ধীদের মধ্যে হোইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আল খায়ের ফাউন্ডেশন ও মাদানীয়া ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, মাওলানা শায়খ ওয়ারিস উদ্দীন। খন্দকার মুফতি হারুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মাদানীয়া ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকের সেক্রেটারী ও আল্লামা আশরাফ আলী বিশ্বনাথী (র) এর সুযোগ্য ছাহেবযাদা হাফিজ হোসাইন আহমদ , জামিয়া মাদানীয়া সুনামগঞ্জের প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছির, রুকিয়া আজিজ চ্যারিটাবল ট্রাষ্ট ইউকের চেয়ারম্যান আরহাজ্ব মোহাম্মদ আব্দুল আজিজ, বিশিষ্ট মুরব্বী হাজী মযনা মিয়া, মাসিক আল ফারুকের সম্পাদক মন্ডলীর সভাপতি মাওলানা রশদি আহমদ, জামিয়া মাদানীয়া বিশ্বনাথের প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা বশির আহমদ হায়দরপুরী, কবি নাজমুল ইসলাম মকবুল, সিলেটরিপোর্ট সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী, হাফিজ শাহেদ আহমদ, মাওলানা বিলাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি