জীবনে বড় হতে হলে লেখাপড়ার বিকল্প নেই —–অধ্যাপক ফজলুর রহমান

126

দি সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ফজলুর রহমান বলেছেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে সু-নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। জীবনে বড় হতে হলে, লেখাপড়ার বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের কর্ণধার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জাতিকে সঠিক স্থানে দিতে হলে বেশি বেশি লেখাপড়া করে মানুষের মত মানুষ হতে হবে। দেশকে নেতৃত্ব দেয়ার গুণাবলী অর্জন করতে হবে। তিনি দি সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
বুধবার সকাল ১১টায় নগরীর মীরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের হল রুমে বৃত্তিপ্রদান অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোসাইটির সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ আব্দুস শাকুর, সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল অধ্যাপক গোলাম রব্বানী, সিলেট ক্যাডেট মাদরাসা’র প্রিন্সিপাল ড. এ.এইচ.এম সোলায়মান, জামেয়ার সহকারী শিক্ষক মাসউদ আহমদ খান, শিক্ষার্থীর অভিভাবক আবু সুফিয়ান।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন জহিরুল ইসলাম। বিজ্ঞপ্তি