শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় সমাজকল্যাণ মন্ত্রীর ভাগ্নেসহ ৯ জন নিহত

25

587855555শায়েস্তাগঞ্জ থেকে সংবাদদাতা :
শায়েস্তাগঞ্জে সিএনজি অটোরিক্সা ট্রাক্টর – জিপ-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপির ভাগ্নেসহ ১০ জন নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছে ২০ জন। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। জানা যায়, মঙ্গলবার সকাল সোয়া সাতটায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার নূরপুর ইউনিয়নের সুতাং ব্রীজের কাছে একটি হবিগঞ্জগামী সিএনজি অটোরিক্সা হবিগঞ্জ থ-১১-৪০১৮ ও মাধবপুরগামী ট্রাক্টর এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় গাড়ির পেছনে থাকা যাত্রীবাহী চান্দের গাড়ি খ্যাত জিপ ও ট্রাক চট্ট মেট্রো-ট-১১-৩৭২৮ এসে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত গাড়িগুলোর উপর আঁচড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার দুই যাত্রী মারা যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ এবং হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে। নিহতরা হলেন – মৌলভীবাজারের পূর্ব সুলতানপুর গ্রামের মৃত ছমির মিয়ার পুত্র সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর ভাগ্নে মুজিবুর রহমান (৪৫) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রহমতপুর গ্রামের মৃত হারিছ মিয়ার স্ত্রী নুবুল বিবি (৫৫) তার মেয়ে আম্বিয়া বেগম (২০) মৌলভীবাজারের বশিজুরা গ্রামের মৃত আব্দুল মোতালিবের পুত্র আহমদ মিয়া (৫৫) একই জেলার শ্রীমঙ্গল উপজেলার ফুলচড়া চা বাগানের ইউসুফ আলী (৬০) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উসমানপুর গ্রামের মৃত সিকান্দর আলীর পুত্র মকসুদ মিয়া (৬০) মৌলভীবাজারের শাহ মোস্তফা রোড সিএমবি কলোনীর মন্নাফ আলীর পুত্র জামিল আহমেদ কামাল (৩০), মৌলভীবাজার সদর উপজেলার কাজিরগাঁও গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মামুন মিয়া (৩০), গুরুতর আহতদের মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার রাত ৮টায় জয়নাল তালুকদার (২৮) নামে জীপ গাড়ির চালক মৃত্যুর কোলে ঢলেপড়ে। সে শায়েস্তাগঞ্জ পৌরএলাকার চরনুর আহম্মদ গ্রামের নুর ইসলাম তালুকদারের ছেলে। গুরুতর আহতরা হল – আহমদ আলী আসু (চালক) (২৬) , মাতাব আলী (৩৫), আরিফ মিয়া (২৫), নূরজাহান অর্চি (৭), শান্ত কুমার (৪০), জাহাঙ্গীর আলম (১৩), মাসুদ রানা (৩৫), আলী নূর (২৭) জমির আলী (৬০), সাইফুল বিবি (২৬), নোহা বেগম (২), মাসুদ আহমেদ (২৮)। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতাল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এজাজুল ইসলাম জানান, মাধবপুর উপজেলার শাহজিবাজার শাহ সুলেহমান (রঃ) ফতেহ্গাজী মাজারের ওরস থেকে ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে।  শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক জানান সকালে ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।