হরতালে গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ

24

Chatrodal Pic 01স্টাফ রিপোর্টার :
২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতালের প্রথম দিনে সিলেটে বড় ধরনের কোন ঘটনা না ঘটলেও নগরীরতে গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরলের ঘটনা ঘটেছে। শিক্ষা প্রতিষ্ঠান, বিপণী বিতান বন্ধ থাকলেও রিক্সা ও হালকা যানবাহন চলাচল করেছে সর্বত্র। তবে, দূরপাল্লার কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। হরতাল চলাকালে দুপুর সোয়া ১২টার দিকে নগরীর শিবগঞ্জে ৫টি সিএনজি অটোরিক্সা ভাংচুর করেছে হরতাল সমর্থকরা। বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের শব্দও শোনা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রবিবার দুপুর সোয়া ১২টার দিকে কয়েকজন যুবক মোটর সাইকেলে এসে শিবগঞ্জ কিচেন মার্কেটের সামনে গাড়ি ভাংচুর শুরু করে। তারা ৫টি অটোরিক্সা ভাংচুর করে। এ সময় শিবগঞ্জ এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে দেন। পথচারীরাও দিগি¦দিক ছুটোছুটি শুরু করেন। খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, মোটর সাইকেলে নয়, পায়ে হেঁটে সেনপাড়ার রাস্তা দিয়ে এসে শিবির নেতা কর্মীরা গাড়ি ভাংচুর করেছে। ঘটনাস্থলে এসে সামনের গ্লাস ভাংচুর অবস্থায় সিএনজি চালিত একটি অটোরিক্সা পাওয়া গেছে।
এদিকে, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে নগরীর দর্শন দেউড়ি এলাকায়  ২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল বের করে শিবির নেতাকর্মীরা। তবে, পুলিশ আসার আগেই তারা সরে পড়েন। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। সকাল ৮টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে, এতে কেউ হতাহত হয়নি।