আমার ছেলেবেলা

37

খোরশেদ আলম খোকন

আমার ছেলেবেলা,
কত যে সকাল- কেটে গেছে বহুকাল
অযতœ অবহেলা।
কত যে প্রহর জমিয়েছি পারি- পড়ি নাই কবিতার সারি
হেলায় খেলায় কেটেছে সময়,
আদেশ যা করিয়াছে পিতা- অজুহাতে দিয়েছি ব্যথা
এখন কেহ বলিবার নয়।
হুকুম পরিলে তাঁর- করিয়াছি মন ভার
চুপি চুপি লুকি লুকি থাকি,
অবাধ্যে বহুকাল – কেটে গেছে গোলমাল
মাকেও দিয়ে কত ফাঁকি।
পিতা কত ডাকিয়াছে মোরে- নির্দয় নিদারুণ স্বরে
শোন! বাঁচা ধনে,
পাশে এসে বসো- পড় অঙ্ক কষো
নিবির চিন্ত মনে।
সেই ছেলেবেলা- করি শুধু খেলা
উপদেশে রাখিনি কর্ণ,
ছলনায় করিয়াছি যাহা- বৃথা সব মিছে মায়া
আজ তাই কাঁদায় সে বর্ণ।
লিখিতে কবিতা মনে জাগে- শত ব্যাথার অনুরাগে
খাতায় লিখিতে ছন্দের বাধা পরে যায়,
অক্ষর বিন্যাস সাজে- শ্লোক ও শব্দের মাঝে
আজ সদা কলম আটকায়।