জামালগঞ্জে হাওর রক্ষা বাঁধের কাজ এখনও শুরু হয়নি, চিন্তিত কৃষকেরা

39

নিজাম নুর জামালগঞ্জ থেকে :
হাওর বেষ্টিত এক ফসলী উপজেলা জামালগঞ্জ। একমাত্র বোরো ফসলের উপর নির্ভর এই উপজেলার কৃষক কৃষাণী তথা উপজেলার সর্বস্তরের মানুষ। উপজেলার একমাত্র উপার্জমান উৎস হচ্ছে এই বোরো ফসল। বিভিন্ন  উদ্দিগ্নতা ও উৎকন্ঠতায় প্রাকৃতিক দুর্যোগ অতি বৃষ্টি, অনা বৃষ্টি, শিলা বৃষ্টিমত নানান প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। প্রতি বছরেইসরকার প্রান্তিক কৃষকদের কথা বিবেচনা করে হাওর উন্নয়নের জন্য বরাদ্দ দিয়ে তাকে। প্রতি বছরের ন্যায় এবারও পাউবো কর্তৃক জামালগঞ্জ উপজেলার পাকনা, মিনি পাকনা, হালির হাওরে ২০টি পিআইসির মাধ্যমে মোট ১ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। ইতি মধ্যে জামালগঞ্জ উপজেলায় পাউবোর প্রথম সভা অনুষ্ঠিত হলেও এখন চূড়ান্ত প্রকল্প তালিকা হয়নি বলে জানা যায়। হাওর রক্ষা বাঁধের কাজ ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৮ ফেব্র“য়ারির মধ্যে শেষ করার কথা তাকলেও এখন কাজ শুরুই করা হয়নি। হালির হাওরের পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী আলী রেজা বলেন, যদিও আনুষ্ঠানিকতায় এখন কাজ শুরু হয়নি তবে আমার এক পিআইসি আমাকে জানিয়েছেন যে তারা তাদের সুবিধাতে কাজ শুরু করে দিয়েছেন। পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, আমরা এখনই কাজ শুরু করে দিয়েছি। জামালগঞ্জ উপজেলা হাওর রক্ষা বাঁধ তদারক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শফি কামাল জানান, আমার পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি রয়েছে পানি উন্নয়ন বোর্ডে লোকজন আসলেই কাজ শুরু করে দেব। এদিকে হাওর উন্নয়ন বাঁধের দেরীর কথা উল্লেখ করে প্রশ্ন করলে পাকনার পারে বসবাসরত কৃষক শফিক মিয়া জানান, এমনিতেই আমরা খুবই চিন্তিত কারণ অনাবৃষ্টির ফলে বর্তমানে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে তারপরও যদি হাওর রক্ষা বাঁধের দেরী হয় তবে আমাদের ভরসাটা কোথায়।