মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের ৪ দিনব্যাপী উৎসব শুরু আজ

26

মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট-১৪২৫ বাংলার ৪ দিনব্যাপী বার্ষিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আজ ৯ অক্টোবর মঙ্গলবার সকাল ৮টায় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হবে। সিলেট নগরীর মীরাবাজারস্থ শ্রীশ্রী ঁবলরাম জিউর আখড়ায় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করবেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। এরপর সকাল সোয়া ৮টায় শ্রীমা সারদা সংঘ সিলেটের সেবাব্রতী মায়েদের সমবেত চন্ডীপাঠ অনুষ্ঠিত হবে।
উৎসবের ২য় দিন ১০ অক্টোবর বুধবার বিকেল ৩টায় চিত্রাংকন প্রতিযোগিতা, বিকাল ৫টায় শ্রীশ্রী চ-ীপাঠ প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী গীতাপাঠ প্রতিযোগিতা, সন্ধ্যা সাড়ে ৭টায় ধর্মীয় গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
৩য় দিন ১১ অক্টোবর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা, বিকাল ৫টায় নির্ধারিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সন্ধ্যা সাড়ে ৬টায় বিশেষ নৃত্যানুষ্ঠান। সন্ধ্যা ৭টায় ধর্ম-সমাজসেবায় গুণীজন সম্মাননা ও সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ঁবীরেন্দ্র কুমার চন্দ ও ঁযাদু মণি সূত্রধর স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সম্মানীত অতিথি থাকবেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথি থাকবেন স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ, রোটারিয়ান নীরেশ চন্দ্র দাশ, শিক্ষক জলধীর রঞ্জন চৌধুরী। সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি ব্যাংলাদেশ ব্যাংকের অব: ডি.জি.এম. প্রণব কুমার দেবনাথ। স্বাগত বক্তব্য রাখবেন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান জি.ডি রুমু। শুভেচ্ছা বক্তব্য রাখবেন বৃত্তিদাতা বিক্রম চন্দ। ধন্যবাদ জ্ঞাপন করবেন পরিষদের সহ সভাপতি বিনয় ভূষণ তালুকদার।
উৎসবের শেষ দিন ১২ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে. মাহবুবুল হক। বিশেষ অতিথি থাকবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ। সভাপতিত্ব করবেন কর্মসূচির আহবায়ক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ। বেলা ১১টায় মাতৃসঙ্গীত প্রতিযোগিতা, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ। বিকাল ৩টায় শ্রীমা সারদা সংঘের প্রশিক্ষণার্থী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকাল ৪টায় অমিত ত্রিবেদী ও তার দলের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৫টায় ‘রতœগর্ভা মা সম্মাননা, বৃত্তি প্রদান, ধর্মসভা, স্মরণিকা প্রকাশনা, পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। সম্মানীত অতিথি ও মুখ্য আলোচক থাকবেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথি থাকবেন শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দে, শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্ত্তী মানস, সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, শাবিপ্রবির অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়। সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি ব্যাংলাদেশ ব্যাংকের অব: ডি.জি.এম. প্রণব কুমার দেবনাথ। সন্ধ্যা ৬টায় রতœগর্ভা মা সম্মাননা অনুষ্ঠান। রাত ৭টায় সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের ঁউপেন্দ্র চন্দ্র দাশ – ঁপ্রভাসিনী দাশ ও ঁসুরেশ চন্দ্র বণিক শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান। পরিচালনা করবেন বৃত্তিদাতা এ্যাপেক্সিয়ান চন্দন দাশ ও ব্যাংকার সুমন বনিক। রাত সাড়ে সাতটায় ধর্মসভা। রাত ৯টায় সম্পাদক কবি সুমন বনিকের পরিচালনায় ‘অরুণ আলোর অঞ্জলি’র প্রকাশনা অনুষ্ঠান। রাত সাড়ে ৯টায় পরিষদের সহ সভাপতি অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধরের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রাত ১০টায় পরিষদের সহ সভাপতি রোটারিয়ান নিরঞ্জন চন্দ্র চন্দের পরিচালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দৈনিক সিলেট মিরর পত্রিকার সম্পাদক আহমেদ নূর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান জি.ডি রুমু। ধন্যবাদ জ্ঞাপন করবেন পরিষদের যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক অরুন চন্দ্র পাল প্রমুখ। এছাড়াও শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতায় সিলেটের স্বনামধন্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উৎসবে দলমত নির্বিশেষে সকল ভক্ত সজ্জনদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন পরিষদের সভাপতি ব্যাংলাদেশ ব্যাংকের অব: ডি.জি.এম. প্রণব কুমার দেবনাথ ও সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান জি.ডি রুমু। বিজ্ঞপ্তি