শান্তিময় সুনামগঞ্জ প্রতিষ্ঠায় এগিয়ে আসুন – ব্যারিস্টার ইমন

48

somabesh pic-3সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও যুবলীগের আহবায়ক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সন্ত্রাসের বিরুদ্ধে শান্তিময় সুনামগঞ্জ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, শান্তি সম্প্রীতির শহর ও জেলা হিসেবে সারা বিশ্বজুড়ে সুনামগঞ্জের সুনাম আছে। মরমী কবি হাছনরাজা রাধারমন বাউল কামাল পাশা শাহ আব্দুল করিম ও দূর্বিণ শাহের মতো অগনিত আধ্যাত্মিক সাধক পুরুষের জন্মভূমি এই জেলা। মৎস্য বালি পাথর ধান আর গানের দেশ সুনামগঞ্জ শুধু সম্পদেই নয় জ্ঞান গরীমায়  জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে এর স্বীকৃতি রয়েছে। এই জনপদে রাজনীতির ভিন্নতা মতপার্থক্য ও দলীয় কোন্দল বিভেদ এমনকি প্রতিদ্বন্দ্বিতা দৃশ্যমান থাকলেও সুনামগঞ্জের উন্নয়নে দলমতের ঊর্র্ধ্বে উঠে আমাদের পূর্ব পুরুষরা রাজনীতি করে গেছেন। তারা কখনও সংঘাত ও হানাহানির রাজনীতিকে আশ্রয় প্রশ্্রয় দেননি। তাই পূর্বসূরীদের অতীতের সম্প্রীতির রাজনীতির ঐতিহ্যকে ধারন করে সন্ত্রাসের বিরুদ্ধে নিরাপদ সুনামগঞ্জ প্রতিষ্ঠায় আমাদের কর্মপ্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, গত সংসদ নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছিলাম। ভোটগ্রহণ না হওয়ায় নির্বাচিত হতে ব্যর্থ হলেও আমার নির্বাচনী এলাকা বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদরসহ জেলাবাসীর অকুন্ঠ সমর্থন রয়েছে আমার প্রতি। উন্নয়নকামী জেলাবাসী সন্ত্রাস নয় তারা সবসময় শান্তি চান। কাক্সিক্ষত শান্তির লক্ষ্যে যেকোন মূল্যে আমাদেরকে সন্ত্রাসের বিরুদ্ধে পথ চলতে হবে। এই শহরের পরিচিত অতীতের নেতিবাচক রাজনীতির ধারক বাহকরা এখন শান্তির পথে চলার চেষ্টা করছেন। সুতরাং নতুন কোন গডফাদার এর আবির্ভাব হউক জনগণ তা দেখতে চান না। আমি প্রশাসনকে বলবো যারা বিগত দিনে শহরজুড়ে নাশকতা চালিয়েছে এবং পেট্রোল ঢেলে গাড়িতে অগ্নিসংযোগ করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। অন্যথায় সন্ত্রাসকে আশ্রয় প্রশ্রয় দেয়ার জন্য আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন। গতকাল শুক্রবার বিকাল ৫টায় সুনামগঞ্জের আলপাত উদ্দিন স্কয়ারে স্মরণকালের বৃহত্তম সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ব্যারিস্টার এম এনামুল কবির ইমন এসব কথা বলেন। এর আগে “সুস্থ যুবক সুন্দর দেশ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে র‌্যালী ও বিক্ষোভ মিছিল সহকারে শোডাউন প্রদর্শন করেছেন জেলা পরিষদ প্রশাসক ও আওয়ামী যুবলীগের আহবায়ক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। হরতাল ও অবরোধ বিরোধী এই বিক্ষোভ মিছিলটি উকিল পাড়াস্থ জেলা যুবলীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আলফাত উদ্দিন স্কায়ারে এসে সন্ত্রাস বিরোধী যুব সমাবেশে মিলিত হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য এডঃ মোঃ মাজহারুল ইসলাম, আতিকুল ইসলাম আতিক, এডঃ নূরে আলম সিদ্দিকী উজ্জল, এডঃ আব্দুল আজাদ রূমান, মাসহুদুর রহমান, আ.ত.ম তিমু, মাহমুদুর রহমান তারেক, যুক্তরাজ্য যুবলীগ নেতা ফরহাদ আহমদ, সদর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রিপন আলী, যুগ্ম আহবায়ক জমিরুল হক পৌরব, সদস্য নজরুল, ফরিদ আহমদ, জয়নাল, শাহ বেলায়েত হোসেন, উছমান গনি উত্তম, মলয় চন্দ, আব্দুল জলিল, হাসানুজ্জামান ইস্পাহানী, জনি হোসাইন, কালা মিয়া পৌর যুবলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন নাহিদ, যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান মাসুক, মেহেদি হাসান লিটন, মুহিব, মুস্তফা, স্বপন, তাহা, সায়িদ, অপি, ময়না, শুভ, রিয়াদ, ইউনিয়ন যুবলীগ নেতা আনোয়ার হোসেন, জাহাঙ্গীর, নাজিম, সরোয়ার, মিজান, জিয়াউর রহমান, জেলা ছাত্রলীগ নেতা মাশরুর কবির আনাছ, মুহামিনুল শিমুল, লিমন বাস্তুহারালীগ যুগ্ম সাধারন সম্পাদক তারেকসহ জেলার ১১ উপজেলা থেকে আগত যুবলীগের নেতাকর্মীরা। ইতিপূর্বে উকিলপাড়াস্থ কার্যালয়ে গিয়ে ব্যারিস্টার এনামুল কবির ইমনের সন্ত্রাস বিরোধী সমাবেশের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন সুনামগঞ্জ উচ্চ বালিকা ও এইচ এমপি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ইয়াকুব বখত বহলুলসহ শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।