শ্রীমঙ্গলে ডাকাতের গুলিতে আহত ৩

42

শ্রীমঙ্গল থেকে সংবাদদাতা :
ডাকাতদের দেখে চিৎকার দেওয়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলায় তিন যুবককে গুলি করেছে ডাকাতরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারী বৃহস্পতিবার দিবাগত রাতে রামনগর মনিপুরী পাড়ায় দুবাই প্রবাসী আনিসুর রহমানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহতরা হলেন স্থানীয় এরশাদ মিয়ার দুই ছেলে খালেক মিয়া (২৩) ও মালেক মিয়া (২১) এবং নুরজ্জামানের ছেলে ইসরাইল মিয়া (২১)।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিনাক্ষী দেবনাথ জানান, এদেরকে গুরুতর অবস্থায় শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মালেকের চোখে ও মুখে অসংখ্য ছোঁররা গুলিবিদ্ধ হয়েছে বলে জানান তিনি।
আনিসুর রহমানের স্ত্রী মমতা বেগম জানান, রাত আড়াইটার দিকে ৭-৮ জনের মুখোশপরা একদল ডাকাত প্রধান ফটকের তালা ও দরজা ভেঙে ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে তার গলার চেইন ও কানের দুল নিয়ে যায়। এ সময় তিনি চিৎকার করেন বলে জানান।
গুলিতে আহত খালেক মিয়া জানান, চিৎকার শুনে তিনি ও তার ভাই মালেক ও প্রতিবেশী ইসরাইল এগিয়ে স্থানীয় মসজিদের কাছে গিয়ে দেখেন ডাকাতরা লুণ্ঠিত মালামাল ভাগ-বাটোয়ারা করছে। ওই সময় তারা চিৎকার দিলে ডাকাতরা তাদের লক্ষ্য করে ২-৩ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকতার হোসেন ডাকাতের গুলিতে তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
শ্রীমঙ্গল আশিদ্রোন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহর বর্ধন জানান, তিনি সকালে হাসপাতালে গিয়ে আহতদের দেখে এসেছেন।