অন্যায় দাবি আদায়ের লক্ষ্যে পরিবহন ধমর্ঘটের নামে জনদুর্ভোগ সৃষ্টি কারো কাম্য হতে পারে না ——— জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন

102

জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৭০৭)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরী সভার প্রস্তাবে অনৈতিক ও অন্যায় দাবি আদায়ের লক্ষ্যে পরিবহন ধর্মঘটের নামে জনদুর্ভোগ সৃষ্টি কোন সচেতন মানুষের কাম্য হতে পারে না। তাই অযৌক্তিক দাবির নামে অন্য কোন ট্রেড ইউনিয়ন বা সংগঠন আহূত পরিবহন ধর্মঘট আমাদের ইউনিয়নকে প্রভাবিত করতে পারে না। এ কারণে জনদুর্ভোগ লাঘব এবং সামাজিক দায়বোধের প্রতি সম্মান দেখিয়ে আগামী ১১ নভেম্বর থেকে নির্ধারিত ভাড়ায় অটোরিক্সা শ্রমিক ইউনিয়নভূক্ত সদস্যদের গাড়ি প্রতিটি গন্তব্যে নিয়মিত চলাচল করবে। প্রস্তাবে গণমানুষের সেবা প্রদানের কারণে অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগসহ জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।
গতকাল রবিবার বিকেলে নগরির ষ্টেশন রোডস্থ প্রধান কার্যালয়ে ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি সুন্দর আলী খান, সহ-সভাপতি মানিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জিলু মিয়া, অর্থ সম্পাদক শাহাব উদ্দিন, দফতর সম্পাদক ইকবাল আহমদ, প্রচার সম্পাদক খছরু মিয়া, কল্যাণ সম্পাদক আব্দুল আহাদ, নির্বাহী সদস্য মাশুক মিয়া, মামুনুর রশীদ, কয়ছর আহমদ, ছুরুক মিয়া, আনছার মিয়া, আজব আলী, আনোয়ার হোসেন, জাকারিয়া আহমদ টিপু প্রমুখ। বিজ্ঞপ্তি