মিছিল-সমাবেশে এডভোকেট সামসুজ্জামান জামান ॥ গণতন্ত্রের আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে সর্বত্র প্রতিরোধ গড়ে তুলুন

8

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, জননেতা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে দেশব্যাপী লাগাতার অবরোধ চলাকালে গতকাল বৃহস্পতিবার নগরীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মিছিলটি নগরীর উপশহর পয়েন্ট থেকে শুরু হয়ে সোবহানীঘাট পয়েন্টে এসে শেষ হয়। উপশহর পয়েন্টে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এবং সিলেট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট সামসুজ্জামান জামান বলেন, অবৈধ হাসিনা সরকারের আচরণই প্রমাণ করে তারা জনবিচ্ছিন্ন এবং তাদের পায়ের নিচে মাটি নেই। এ কারণে জনগণের উপর নির্যাতনের স্ট্রীমরোলার চালাচ্ছে এবং সিলেক্টেড গুম, খুন ও বন্দুকের নল দেখিয়ে ক্ষমতা আঁকড়ে ধরার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ ক্ষমতালোভী শেখ হাসিনার কু-মতলব হাসিল করতে দিবেনা। সুতরাং স্বৈরাচারিনী শেখ হাসিনারও শেষ রক্ষা হবে না। তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে। তাই সর্বত্র প্রতিরোধ গড়ে তুলতে এবং কৌশল, ধৈর্য্য ও সাহসিকতার সহিত বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার জন্য নেতাকর্মীদের প্রতি তিনি আহবান জানান। তিনি প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারিদেরকে মীর জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়ে জনগণের সাথে বেঈমানী না করারও আহবান জানান। তিনি নড়াইলের পৌর কাউন্সিলর ইমরুল কায়েস, খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনি সহ দলীয় নেতা কর্মী ও নিরীহ জন-সাধারণকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি কারাগারে আটক সকল নেতাকর্মীদের মুক্তির দাবী জানান। স্বেচ্ছাসেবক দল নেতা দীপক রায়ের সভাপতিত্বে এবং ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক ছাত্রদল নেতা আবদুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ববর্তী সমাবেশে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা রায়হাদ বকস রাক্কু, জাবেদ আহমদ জীবন, দেওয়ান নিজাম খান, দেলোয়ার হোসেন চৌধুরী, হামিদ হোসেন, ফাহিম রহমান মৌসুম, মহিদুল হক, ইমরানুল ইসলাম জাসিম, আবু আম্বিয়া, জাকারিয়া আহমদ, ময়নুল ইসলাম, আব্দুল মুকিত মুকুল, ভূলন কান্তি তালুকদার, আব্দুল মোতাকাব্বির সাকি, দেলোয়ার হোসেন, জুবের আহমদ, শেখ নাজমুল ইসলাম, তাজুল ইসলাম সাজু,  সদরুল ইসলাম লোকমান, শেখ মোহাম্মদ শামসুদ্দিন, সোবহান আহমদ, সামিম আহমদ, লিমন আহমদ, সোলেমান আহমদ চৌধুরী, সায়েক চৌধুরী, ইমরান হোসেন, জামিনুল ইসলাম জামি, ফাহাদ মাহফুজ চৌধুরী, কয়সর আহমদ সাহেদ, আতিকুল ইসলাম নাঈম, ইকবাল আহমদ, মোজাম্মেল হোসেন, আব্দুল হামিদ, সৈয়দ মিনহাজ, রাজন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি