১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সরকার অঙ্গীকার পূরণ করছে – আশফাক আহমদ

31

সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক, সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল বিদ্যুৎ উৎপাদান বৃদ্ধি করা। সরকার ১১ হাজার মোগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আলোকিত দেশ গড়ার অঙ্গীকার পূরণ করছে। এতে দেশে বিদ্যুৎ ঘটতি কমেছে। ফলে বর্তমানে লোডশেডিং নেই বললেই চলে। শুধু তাই নয় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায়ও উন্নতি হয়েছে। বিশেষ করে সিলেট সদর উপজেলায় বিগত ৬ বছরে যে উন্নয়ন হয়েছে তা অতীতের যে কোন সময়ের চেয়ে অনেক বেশি। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
তিনি গতকাল রবিবার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের কান্দিগাঁয়ে গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল লতিফ এর সভাপতিত্বে ও কান্দিগাঁও ভাই ভাই সমাজকল্যাণ পরিষদের সভাপতি আসাব উদ্দিন পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান, কৃষকলীগের উপজেলা আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, বিশিষ্ট মুরব্বী নূর উদ্দিন, হাজী এলাই বকস, হাজী চাঁন মিয়া, হাজী হানিফ আলী, বীর মুক্তিযোদ্ধা রহমান আলী, ইউপি প্যানেল চেয়ারম্যান-১ মোহাম্মদ আব্দুল্লাহ মেম্বার, আওয়ামীলীগ নেতা উস্তার আলী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নূর মিয়া, প্রবাসী মানিক মিয়া, যুবলীগ নেতা কুতুব উদ্দিন, বিজয় সমাজকল্যাণ সংস্থার সভাপতি ফেরদৌস আহমদ, কান্দিগাঁও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আসাদ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি