৫ দফা দাবিতে কর্মসূচি গ্রহণের লক্ষ্যে ॥ সদর দক্ষিণ নাগরিক কমিটির প্রতিনিধি সমাবেশ সোমবার

27

সদর দক্ষিণ এলাকার প্রতিটি ঘরে ঘরে অবিলম্বে গ্যাস সংযোগ প্রদান, কথিত দক্ষিণ সুরমা উপজেলার নাম পরিবর্তন করে ‘সদর দক্ষিণ’ নাম পুনঃসংযোজন, আন্দারোটিলায় আন্তর্জাতিক মানসম্পন্ন একটি স্টেডিয়াম স্থাপন, ৫শ’ শয্যা বিশিষ্ট একটি অত্যাধুনিক হাসপাতাল স্থাপন এবং কাজিরবাজার সেতুর দক্ষিণ প্রান্ত থেকে চন্ডিপুল পর্যন্ত এপ্রোচ সড়ক, সেতুর সাথে সংযোগের জন্য দু’টি লিংক রোড নির্মাণ ও পারাইরচক-লালাবাজার বাইপাস সড়কের নির্মাণ কাজ শুরুসহ আশু ৫ দফা দাবিতে কর্মসূচি গ্রহণের লক্ষ্যে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি’ সিলেট প্রতিনিধি সমাবেশের ডাক দিয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টামন্ডলী এবং প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির নেতাদের উপস্থিতিতে আগামী ২৬ জানুয়ারি সোমবার বিকেল ৩টায় স্থানীয় বঙ্গবীর রোডের লাউয়াইস্থ উপহার কমিউনিটি সেন্টারে এ প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। গত (১৭ জানুয়ারি) শনিবার রাতে সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি-দাওয়া আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি’ সিলেট’র যুগ্ম আহবায়ক, প্রতিনিধি সমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক, সাবেক ভারপ্রাপ্ত সিটি মেয়র মোঃ আজম খানের সভাপতিত্বে এবং অন্যতম সদস্য জাহাঙ্গীর খানের পরিচালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ ও সদর দক্ষিণ নাগরিক কমিটি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ তুরণ মিয়া। শুরুতে সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন সদস্য সচিব সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর। বক্তব্য রাখেন অন্যতম সদস্য মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক সোহেল, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম হাফিজ লোহিত, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ আব্দুল আহাদ, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ফরিদুর রহমান, বন্ধন সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মালেক তালুকদার, নাট্যব্যক্তিত্ব চম্পক সরকার, শাহ নোয়াব আলী, হাজী আলী আহমদ, মিনহাজুল ইসলাম, খলিলুর রহমান, শাহ একলাছ মিয়া, ফয়ছল আহমদ বাবলু, শেখ মোঃ ছানা উল্লাহ মিয়া, আশিকুর রহমান মেম্বার, জাবেদ আহমদ মেম্বার, শাহীন আহমদ শিকদার, মোস্তাক আহমদ শাহমেল, আনোয়ার হোসেন চৌধুরী, মোঃ আফজাল, কামাল আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। বিজ্ঞপ্তি