জনগণের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে সুনামগঞ্জ য্বুলীগ – ব্যারিস্টার ইমন

44

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জে হরতাল বিরোধী মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। গত বৃহস্পতিবার সকালে জেলা শহরের উকিলপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ারে এসে এক পথসভায় মিলিত হয়। সভায় ২০ দলীয় জোটের হরতাল প্রতিহত করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আতিকুল ইসলাম আতিক, এডভোকেট মাজহারুল ইসলাম, এডভোকেট হাসান মাহবুব সাদি, এডভোকেট আব্দুল আজাদ রুমান, এডভোকেট ছায়াদুর রহমান, মাসহুদুর রহমান, মাহমুদুর রহমান তারেক, সদর থানা যুবলীগের আহবায়ক গৌতম বণিক, যুগ্ম আহবায়ক জমিরুল হক পৌরভ, সদস্য নজরুল ইসলাম, ফরিদ আহমদ, রুমেল মিয়া, জয়নাল আবেদীন, শাহ বেলায়েত হোসেন, উসমান গনি, উত্তম, মলয় চন্দ, আব্দুল জলিল, কালা মিয়া, পৌর যুবলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন নাহিদ, যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান মাসুক, মুহিবুর রহমান মুহিব, মোস্তফা স্বপন তাহা সায়িদ, অপি, ময়না, শুভ, রিযাদ, ইউনিয়ন যুবলীগ নেতা আনোয়ার হোসেন, জাহাঙ্গীর, নাজিম, সরোয়ার, মিজান, জিয়াউর, সৈনিক লীগ সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, বাস্তুহারা লীগ যুগ্ম সম্পাদক তারেক আহমদ প্রমুখ। এদিকে সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে প্রত্যাবর্তনের পর জেলা যুবলীগের আহবায়ক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তার অবর্তমানে সুনামগঞ্জ শহরের আনাচে কানাচে হরতাল বিরোধী কর্মসূচি সফলভাবে পালন করায় তিনি দলীয় নেতাকর্মীদেরকে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, বিরোধীদল যতক্ষণ পর্যন্ত হরতাল অবরোধ কর্মসূচির মাধ্যমে জনজীবনকে বিপর্যস্ত করবে ততক্ষণ পর্যন্ত সুনামগঞ্জের শান্তি ও সম্প্রীতি রক্ষায় হরতাল বিরোধী কর্মসূচি পালনের মধ্যে দিয়ে জনগণের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে জেলা য্বুলীগ।