শুক্রবার ১৭১৯ রোগী শনাক্ত ॥ ডেঙ্গু রোগী ৫০ হাজার ছাড়ালো, সুস্থ হয়েছেন ৮৪ শতাংশ

9

কাজিরবাজার ডেস্ক :
কয়েক দিন আগেও দৈনিক হিসেবে সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশে রোগীর সংখ্যা আবারো বাড়তে শুরু করেছে।
স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৭১৯জন রোগী জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৭৫৯ জন ডেঙ্গু রোগী রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং বাকি ৯৬০ জন দেশের অন্যান্য এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর বাইরে মোট ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৫০ হাজার ছাড়িয়েছে। এই সংখ্যার ৮৪ শতাংশ রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। আর এখন পর্যন্ত ৪০ জন আক্রান্ত রোগী মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ইতিহাসে চলতি বছর রাজধানীসহ সারাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ সংখ্যক (৫০ হাজার) ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড গড়েছে। এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ২৪৩ জন অর্থাৎ আক্রান্তদের ৮৪ শতাংশ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ আগষ্ট পর্যন্ত ৪৯ হাজার ৯৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি পরিসংখ্যানে, রাজধানীর সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত মাত্র ৪০টি ও ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় হাসপাতালে ভর্তি রোগীকে এ হিসাবে দেখানো হয়।
কিন্তু বাস্তবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেক গুণ বেশি হতে পারে বলে অনেকেই বলছেন। সরকারি হিসাবে মৃতের সংখ্যা মাত্র ৪০ জন বলা হলেও বেসরকারি বিভিন্ন হাসপাতালের তথ্য অনুসারে এ সংখ্যা কমপক্ষে দ্বিগুণ হতে পারে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৭১৬ জন। তাদের মধ্যে রাজধানীর ৪০টি সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ১৫ জন এবং অন্যান্য বিভাগীয় হাসপাতালে মোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৭০১ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার আয়শা আক্তার জানান, ১৫ আগষ্ট সকাল ৮টা থেকে গতকাল ১৬ আগষ্ট সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৭১৯ জন। তাদের মধ্যে ঢাকা শহরে আক্রান্ত ৭৫৯ ও বিভাগীয় শহরে আক্রান্ত ৯৬০ জন।
শুক্রবার দুপুরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সরকারের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা বলেন, আগামী সপ্তাহে বোঝা যাবে ডেঙ্গু পরিস্থিতি কোনদিকে যাচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সবাইকে সঙ্গে নিয়ে সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা চালাচ্ছে।