বঙ্গবন্ধুর স্বাধীন করা এই দেশে ব্যর্থতা আসতে পারে না – সমাজ কল্যাণ মন্ত্রী

37

নবীগঞ্জ থেকে সংবাদদাতা :
বীর মুক্তিযোদ্ধা সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি বলেছেন প্রবাসীরা আমাদের ভাই। আজ আপনারা এই এলাকার জন্য যা করলেন, এলাকা তথা বাংলাদেশের জন্য একটা ইতিহাস সৃষ্টি করলেন। তাই আমরা সবাই দাঁড়িয়ে আপনাদের জোর তালি দিতে কার্পণ্য করব না। তিনি বলেন এই এলাকায় আপনাদের উদ্যোগে ষ্টেডিয়াম হচ্ছে এটা একটা ইতিহাস। আমি যত দিন বেচে থাকব, মন্ত্রী থাকব, আমার পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করে যাব। তিনি আরও বলেন স্বাধীনতা যুদ্ধের কথা আমরা ভুলব না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করেছেন, তাই এ দেশে ব্যর্থতা আসতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি। এই উন্নয়ন অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন বিএনপি জামায়াতের মাঝা আমরা ভেঙ্গে দিয়েছি। তারা আর দাঁড়াতে পারবে না। তিনি গতকাল দীঘলবাক ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে দীঘলবাক ইউনিয়নে ষ্টেডিয়ামের শুভ উদ্বোধন ও টিউভওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। উক্ত সংগঠনের চেয়ারপার্সন মঈন উদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামীম আহমদ ও লিমন শাহেন শাহ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারপার্সন উপদেষ্টা আবুল কালাম আজাদ ছোটন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডা: মুশফিক হোসেন চৌধুরী প্রমুখ।