কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে জরিমানা

10
কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযান।

কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা :
কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড় ও ইসলামগঞ্জ (বুধবারী) বাজার রক্ষায় ধলাই নদীর ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করছেন উপজেলা প্রশাসন।
বুধবার সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে ধলাই নদীর ঢালারপার ও ইসলামগঞ্জ বাজার অংশে বালু উত্তোলনের সময় ৯ জনকে আটক করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও অংশ নেন।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারি কমিশন (ভূমি) মুসা নাসের চৌধুরী বলেন, ইসলামগঞ্জ বাজার ও ঢালারপার এলাকার এই অংশে অবৈধ বালু উত্তোলন করার কারণে প্রতিদিন নদী ভাঙ্গনের শিকার হচ্ছে। এই গ্রাম রক্ষায় ও ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।