দিরাইয়ে ভুয়া ডাক্তারকে ১০ হাজার টাকা অর্থদন্ড

35

vua dakterআল-হেলাল, সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের দিরাই উপজেলায় মোবাইল কোর্টের আওতায় এক ভুয়া ডাক্তারকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টায় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আটককৃত ডাক্তার  মোঃ মহসিন তারেককে এ দন্ডাদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন। কথিত ডাক্তার মহসিন তারেক নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার গোবিন্দপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে। স্থানীয় সাংবাদিক মুজাহিদুল ইসলাম সরদার জানান, ভুয়া ডাক্তার মহসিন তারেক উপজেলার জগদল ইউনিয়নের রায়বাঙ্গালী গ্রামে গত ২ বছর ধরে নিজেকে শিশুরোগ বিশেষজ্ঞ দাবী করে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে যাচ্ছিলো। নামের সাথে এমবিবিএস পিজিটি (মেডিসিন) পদবী ব্যবহার করে টাকা আদায় পূর্বক ব্যবস্থাপত্র ও ঔষধ লিখে দিয়ে রোগীদেরকে প্রতারিত করাই ছিল তার পেশা। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশুতোষ দাস বুধবার সকালে গ্রামের বাজারে গিয়ে জানতে পারেন, তার আগমনের সংবাদ পেয়ে কথিত ডাক্তার পালিয়ে গেছে। পরে জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুছ সালাম পলায়নরত ঐ ডাক্তারকে স্থানীয় রিপন ফার্মেসীর মালিকের বাড়িতে আটক রাখেন। এক পর্যায়ে আটককৃত ডাক্তারকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে বুধবার বিকাল ৫টায় মোবাইল কোর্টের আওতায় তাকে নগদ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়।