বানিয়াচঙ্গে ভয়াবহ অগ্নিকান্ড, আহত ১২

30

IMG_0198বানিয়াচঙ্গে ভয়াবহ অগ্নিকান্ডে দু’টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৪০ লক্ষ টাকা মালামাল ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে উত্তপ্ত তৈল পড়ে ১২ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের  দোয়াখানী মহল্লার আবুল হোসেন মিয়ার রাইস মিলের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পাশে ছোট ভাই আলম হুসেন এর মুদি দোকানে আগুন যাওয়ার পর মজুদকৃত জ্বালানী তৈলের রসদ পাওয়ায় আগুন আরও উত্তপ্ত হয়ে উঠে। খবর পেয়ে নব স্থাপনকৃত বানিয়াচং ফায়ার ষ্টেশনের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে রাইস মিল, পাশের মুদি দোকান সহ দুটি বসত ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ৪০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ফায়ার ষ্টেশনের সাব-অফিসার নজরুল ইসলাম সাংবাদিকদের জানান। এদিকে আগুন নেভাতে গিয়ে জ্বালানি ড্রামের উত্তপ্ত তেলে দগ্ধ হয়ে আবু আনসার (১৪) ও ছাদিকুল মিয়া (২২)কে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আবুছালেহ মিয়া (২৪), আবু মিয়া (২০)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ও শাহ আলম, রুহেল মিয়া, মস্তফা মিয়া, মেহেদী  হাসান, জামির হোসেন, বাবুল মিয়া, মকবুল মিয়া, ছায়েদ মিয়াকে বানিয়াচং উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। (খবর সংবাদদাতার)