অবরোধে আজ থেকে পুলিশ প্রহরায় যাত্রীবাহী বাস চলাচল করবে

32

স্টাফ রিপোর্টার :
সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃংখলা বাহিনী, পরিবহন মালিক ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সাথে অবরোধে গাড়ী চলাচলে নিরাপত্তা বিষয়ক এক বিশেষ সভা অনুষ্ঠিত  হয়েছে। গতকাল শুক্রবার জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৭টি সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্তগুলো হচ্ছে- সিলেট জেলা হতে বিভিন্ন জেলায় চলাচলরত বাস সমূহ এক সাথে বহর করে সামনে পিছনে পুলিশ প্রহরায় হুমায়ুন রশীদ চত্বর হতে বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাত্রা করবে, বিভিন্ন জেলার উদ্দেশ্যে চলাচলরত বাস সমূহ যাত্রা পথে যেখানে সেখানে না থামিয়ে কেবল মাত্র নির্ধারিত বাস স্ট্যান্ডে যাত্রী উঠা-নামা করবে, সিলেট জেলায় যেসব বাসস্ট্যান্ড হতে যাত্রী উঠানো-নামানো হয় সে জন্য বাস স্ট্যান্ডে পুলিশ প্রহরাসহ টহল পুলিশ নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা করবে, মালবাহী ট্রাক সমূহ যাত্রা পথে যেখানে সেখানে না থামিয়ে চলাচলের সিদ্ধান্ত গৃহিত হয় এবং বিশেষ কারণে থামানোর প্রয়োজন হলে জনবহুল ও নিরাপদ জায়গায় থামানোর জন্য সংশ্লিটদের অনুরোধ করা হয়, মেট্রোপলিটন এলাকায় চলাচলরত সিএনজি অটোরিক্সা লোকাল বাস সমূহের নিরাপত্তা বিধানের বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়, সিলেট জেলায় দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ উপজেলায় অবস্থিত রেলপথের নিরাপত্তা বিধানের বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়, সিলেট জেলায় দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় অবস্থিত রেলপথের নিরাপত্তা বিধানের জন্য সংশ্লিষ্ট সকল আইন শৃংখলা বাহিনী ও জনপ্রতিনিধি গণকে অনুরোধ এবং দুষ্কৃতিকারীরা যানবাহনে আগুন দিলে, ভাংচুর করলে অথবা অন্য যেকোনো উপায়ে ক্ষতি সাধনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার সিন্ধান্ত গৃহিত হয়েছে বলে সিলেট নেজারত ডেপুটি কালেক্টরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞন্তি জানায়।