শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সাফল্যের ধারা অব্যাহত

73

ঐতিহ্যবাহী শাহজালাল জামেযা ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা ২০১৪ সালের জেডিসি ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।
বাংলাদেশ মারাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার জেডিসি পরীক্ষায় জামেয়া থেকে ২০৩ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। এর মধ্যে  জিপিএ-৫ বা অ+ পেয়েছে ৪৬ জন। অ পেয়েছে ১১৫ জন, অ- পেয়েছে ২৭ জন, ই পেয়েছে ৮ জন, ঈ পেয়েছে ৬ জন। মোট উত্তীর্ণ ২০২ জন। পাসের হার ৯৯.৫০%। অ+ প্রাপ্তদের মধ্যে ছাত্র ২৭ জন এবং ছাত্রী ১৯ জন। ২০১৩ সালে অ+ পেয়েছিল ৪৩ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৭৩  জন।  এর মধ্যে জিপিএ-৫ বা অ+ পেয়েছে ১১ জন, অ পেয়েছে ৬৮ জন, অ- পেয়েছে ৩১ জন, ই পেয়েছে ১৯ জন, ঈ পেয়েছে ৩ জন। মোট উত্তীর্ণ  ১৫৩ জন। পাসের হার ৮৮.৪৪। উল্লেখ্য যে, ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় বেশ কিছু ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ না করায় পাসের হার কমে গিয়েছে।
সাফল্যের ধারা অব্যাহত থাকায় জামেয়ার অধ্যক্ষ মাওলানা মো:  লুৎফুর রহমান মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন। তিনি ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং সংশ্লিষ্ট  সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভবিষ্যতে আরো সাফল্য অর্জনের পথে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
জেডিসিতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীরা হলো- নুসরাত জাহা নেহা, ফাহমিদা রহমান তামান্না, ফারহানা ফেরদৌসী জাকিয়া, সাদিকা বিনতে জামান, তাসনীম হাসান তালুকদার মীম, খাদিজা বেগম, সুমাইয়া হোসাইন, হালিমা আক্তার, সাদিয়া  আক্তার, জুয়াইবিয়া, সায়মা বেগম, সাজিদা সুলতানা, ফাহিমা ইসলাম রুহী, জুলেখা বেগম, সৈয়দা নাহিদা বেগম, নুসরাত জাহান এমি নুসরাত হক নিলা, তাসনিয়া চৌধুরী অর্মি, নরুন নাহার নওশীন, আহমদ সামী, ওবায়দুল্লাহ আফজাল, ফজলে রাব্বী, খালেদ হাসান তাহমীদ, মোঃ আরিফ হোসেন ভূঁইয়া, ইমরান আহমদ, মোঃ  মিজানুর রহমান, মোঃ আসিফ আফতাব নাদিম, হাসান আহমদ, এ এস এম রুমেল, আব্দুল্লাহ আহমদ রুবেল, মো: আশরাফুল ইসলাম ভূঁইয়া, মাহমুদুর রহমান সাঈদ, মোঃ আবু তাহের সাকিব, মোঃ মুজাম্মিল হক, নোমান আল-হাদী, মুফাসসীর আহমদ চৌধুরী, সাব্বির হুসাইন, সালেহ আব্দুল্লাহ, মোঃ আব্দুল হালিম তানভীর, নুরুল  আলম, আরিফ বিন নোমান সাফওয়ান, মোঃ আমিনুল ইসলাম, আহমেদ শাকিব, নোমান রশিদ, জুবায়ের আহমদ, মাহদী হাসান নাঈম। বিজ্ঞপ্তি