ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফল বিপর্যয়ে ক্ষোভ

99

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠিান ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল বিপর্যয়ে ক্ষোভ দেখা সৃষ্টি হয়েছে। জেএসসি পরীক্ষায় মোট ১১৯জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ৮৯জন উর্ত্তীণ হয়েছে। এরমধ্যে এ প্লাস পেয়েছে ৩জন। তবে জানা গেছে একটি কক্ষের ২৭জন পরীক্ষার্থীঅকৃতকার্য রয়েছে। এজন্য শিক্ষক অভিভাবক উদ্বিগ্ন। ফলাফল বিপর্যয় নিয়ে প্রতিষ্ঠানটি সমালোচনায় মুখরিত। অভিভাবকদের অভিযোগ শিক্ষকদের মধ্যে বিভাজন থাকায় জেএসসির এ ফলাফল বিপর্যয়ের প্রধান কারণ। জেএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে অভিভাবক সদস্য আবুল হোসেন জানান অধ্যক্ষের প্রশাসনিক দুর্বলতা, ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের মধ্যে বিভাজন। এ ব্যাপারে অধ্যক্ষ ঈছমাইল হোসেনের টেলিটক ও জিপি নাম্বারে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।