স্টাফ রিপোর্টার
সিলেট মহানগর জামায়াতের সাথে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) নগরীর অভিজাত হোটেলের হলরুমে সন্ধ্যা ৭টার সময় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, মানবিক, সাম্য, শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ সংখ্যালঘু নয় আমরা সবাই বাংলাদেশী। এখানে ধর্ম যার যার রাষ্ট্র সবার। এই দেশে সকল ধর্মের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। কাউকে ছোট বা হেয় করে নয় সমতা ও সম মর্যাদার ভিত্তিতে নাগরিক অধিকার প্রতিষ্ঠা চাই। বিগত দিনে আমাদের শীর্ষ ১১জন নেতাকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে গুম, হত্যা ও নির্যাতন করা হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীকে কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়েছে। সারাদেশে আমাদের কার্যালয় বন্ধ রাখা হয় পাশাপাশি আমাদের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এত কিছুর পরেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্দোলন সংগ্রাম থেমে যায় নি। জুলাই – আগষ্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে নতুন বাংলাদেশে পেয়েছি। এই দেশ আপনার, আমার ও আমাদের সবার। সবার অংশগ্রহণে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে বলে বিশ্বাস করি।
মতবিনিময় সভায় মহানগর জামায়াতের সভাপতি মোঃ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাজাহান আলী’র পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি এহসানুল হক মাহবুব জোবায়ের, রাম কৃষ্ণ মিশনের স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, মৃত্যুঞ্জয় ধর ভোলা, দীপন রিজন সাংমা, গোপিকা শ্যাম পুরকায়স্থ, এডভোকেট বিজয় বিনয় কৃষ্ণ বিশ্বাস, মলয় পুরকায়স্থ, আনন্দ শ্রী, এড. রঞ্জন ঘোষ প্রমুখ।