কমলগঞ্জের বিএএফ শাহীন কলেজ সিলেট শিক্ষাবোর্ডে ১০ম স্থান

73

পিন্টু দেবনাথ, কলগঞ্জ থেকে :
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি)২০১৪ তে সিলেট শিক্ষা বোর্ডে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বিএএফ শাহীন কলেজ। গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত  জেসএসসির ফলাফলে এবার সিলেট শিক্ষা বোর্ডে শমসেরনগর বিএএফ শাহীন কলেজ সেরা ২০-এর মাঝে ১০ম স্থান লাভ করেছে। এ বছর জেএসসিতে ১১৮ জন পরীক্ষার্থীর মাঝে ৫৫ জন জিপিএ-৫ লাভ করে। বাকী সবাই জিপিএ-৪ লাভ করে।
২০১৪ সনের পিএসসির ফলাফলে শমসেরনগর বিএএফ শাহীন কলেজ ১১৯ জন পরীক্ষার্থীর মাঝে ৮৫ জন জিপিএ-৫ লাভ করে। বাকীরা জিপিএ-৪ লাভ করে।
বিএএফ শমসেরনগর শাহীন কলেজ অধ্যক্ষ স্কোয়ার্ডন লিডার শেখ জাকির আহমদ বলেন, প্রথমবার জেএসসিতে সিলেট শিক্ষা বোর্ডে সেরা ২০-এর মাঝে ৫ম স্থান লাভ করেছিল। এবার সেরা ২০-এর মাঝে ১০ম স্থান লাভ করেছে। আসলে পরীক্ষার পূর্ব মুহূর্তে জেএসসির এক পরীক্ষার্থী মারা যায় ও দুইজন পরীক্ষার্থী বদলিজনিত কারণে চলে গিয়ে পরীক্ষায় অংশ নিতে পারেনি। এই তিনজন পরীক্ষায় অংশ নিলে সেরা ২০-এর মাঝে এ কলেজ আরো উপরে স্থান লাভ করতে পারতো।
২০১৩ সনে প্রথমবারের মত এ কলেজের ৮২ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। ফলাফলে সে বছর জিপিএ-৫ লাভ করেছিল ৭১ জন। আর বাকী সবাই জিপিএ-৪ লাভ করে। ২০১৩ সনে সিলেট শিক্ষা বোর্ডে শমসেরনগর শাহীন কলেজ সেরা ২০-এর মাঝে ৫ম স্থান লাভ করে। বিএএফ শমসেরনগর শাহীন কলেজ ২০১৩ সনে পিএসসিতে ১১৮জন পরীক্ষার্থীর মাঝে ৬৮ জন জিপিএ-৫ লাভ করেছিল। বাকীরা জিপিএ-৪ লাভ করেছিল।