লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার অনুশীলন মন ও দেহকে সুস্থ রাখে ——————– জেলা প্রশাসক

24

সিলেটের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার অনুশীলন মন ও দেহকে সুস্থ রাখে। এক্ষেত্রে লেখাপড়ার গুরুত্ব প্রথমে দিতে হবে। আমাদের হারিয়ে যাওয়া ফুটবল খেলাকে পুনরায় উজ্জীবিত করতে বর্তমান সরকার বিভিন্ন ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে স্কুলের শিক্ষক ও অভিভাবকদেরকেও মনোযোগী হতে হবে।
তিনি গতকাল ৩০ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে পুলিশ লাইন মাঠে ৪৪তম জাতীয় স্কুল মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মিরাজুল ইসলাম উকিল, জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আবুল খায়ের, চিত্তসমদ্দার, মোস্তাফিজুর রহমান, সাহাব উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি