নতুন প্রজন্মকে দেশ ও জাতির নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে ——– মুহা. আজির উদ্দিন পাশা

48

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউ.পি শাখা কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় হাটখোলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স শিবের বাজারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মুহা. আজির উদ্দিন পাশা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের জন্য গৌরব ও চেতনার অন্যতম উৎস। একটি সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধারা নিজেদের জান মাল কুরবান করে ময়দানে যুদ্ধ করেছেন। তাই অপর সম্ভাবনাময় বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো গৌরবান্বিত করে তোলতে নতুন প্রজন্মকে দেশ ও জাতির নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে। হাটখোলা ইউপি তালামীযের সভাপতি আব্দুল ওয়াদুদেদ সভাপতিত্বে ও দায়িত্বশীল কুতুব আল ফরহাদের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মদন মোহন কলেজের অর্থনীতি বিভাগের লেকচারার সাবেক তালামীয নেতা মুরাদ আলম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জমির উদ্দিন, সাবেক চেয়ারম্যান আজির উদ্দিন, তালামীযে ইসলামিয়া প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেটের সভাপতি এম. জামিল আহমদ, সিলেট (পশ্চিম) জেলার অর্থ সম্পাদক আব্দুল করিম, সিলেট সদর উপজেলার সভাপতি মুহাম্মদ ওলীউর রহমান মানিক, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সিলেট সদর উপজেলা আল ইসলাহর পাঠাগার সম্পাদক শিব্বির আহমদ। হাটখোলা ইউপি তালামীযের সহ সভাপতি কাওছার আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রায় চার শতাধীক ছাত্রছাত্রীর মধ্যে বিজয়ী ৩৫ জনকে পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি