নানা কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবীর ওসমানী’র মৃত্যুবার্ষিকী পালিত

26
বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ৩৭তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবর জিয়ারত শেষে মোনাজাত করছেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল সহ নেতৃবৃন্দ।

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণী ওসমানী’র ৩৭তম মৃত্যুবার্ষিকীতে সেক্টর কমান্ডারস্ ফোরাম, মুক্তিযুদ্ধ-’৭১ সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, দ্রুত বিচার ট্রাইব্যুনালের সিলেট বিভাগীয় স্পেশাল পিপি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এর নেতৃত্বে গত ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ওসমানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিন, বীর মুক্তযোদ্ধা শওকত আলী, বীর মুক্তযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তযোদ্ধা গোলাম রব্বানী, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ,এডভোকেট মুমিনুররহমান টিটু,এডভোকেট মুহাম্মদ কুতুব উদ্দিন, ইছমত ইবনে ইছহাক সানজিদ, চৌধুরী সামিউর রহমান সায়েম, সেরিল আহমদ, ইমরান উদ্দিন প্রমুখ।
জাতীয় জনতা পার্টি : জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ও মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণী ওসমানীর ৩৭তম মৃত্যুবার্ষিকীতে দলের সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ জোহর ওসমানীর মাজারে পুষ্পস্তবক অর্পন, ফাতেহা পাঠ, জিয়ারত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় ও জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাহমিনুল ইসলাম খান, জাতীয় জনতা পার্টির বিভাগীয় সমন্বয়কারী ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকলিছ আহমদ চৌধুরী,জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল,মহানগর কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চৌধুরী, সাবেক গোয়েন্দা সংস্থার কর্মকর্তা সৈয়দ শামসুল হক, আরমান আহমদ চৌধুরী,ইকবাল আহমদ সেলিম,তানভীর চৌধুরী ফাহিম প্রমুখ।
স্মৃতি সংসদ : দিবসকে যথাযথ মর্যাদার সঙ্গে পালনের লক্ষ্যে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের পক্ষ থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবীর ওসমানীর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জিয়ারত করেন স্মৃতি সংসদের নেতৃবৃন্দ সহ ওসমানী অনুরাগীগণ।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল এডভোকেট, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, এডভোকেট শেখ আখতারুল ইসলাম, স্মৃতি সংসদের সহ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমনু, সিরাজুল ইসলাম, সদস্য আমিন তাহমীদ, আল মামুন বাবলু, ইসমত ইবনে ইসহাক সানজিদ প্রমুখ।
জিয়ারত শেষে বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানী সহ মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি