শীতের শেষে নগরীতে শিলা বৃষ্টি, জন ভোগান্তি

54
শীতের শেষে বৃষ্টিতে কর্মজীবী মানুষের দুর্ভোগ। (ইনসেটে) শিলা বৃষ্টি। ছবি- রেজা রুবেল

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে সারাদেশের মত সিলেটেও ভোর থেকে শীত মৌসুমের বিদায়ে থেমে থেমে বৃষ্টি বৃষ্টি হয়েছে। এছাড়া সকাল ৭টার দিকে নগরীতে কোথাও কোথাও শিলা বৃষ্টি হয়। তারপর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
ফাগুনের শুরুতেই এই বৃষ্টিতে একদিকে যেমন ধূলাবালি, রোগবালাই ও গাছের স্বস্তি মিলেছে, অন্যদিকে ভোরের বৃষ্টিতে নগরীর অফিসগামী মানুষকে পড়তে হয়েছে ভোগান্তিতে। এছাড়া বৃষ্টির সাথে চিরচির বাতাস থাকায় শীতের তীব্রতা বেশী।
জানা গেছে, গত শনিবার সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এমন বার্তা দেয় আবহাওয়া অধিদপ্তর। সে অনুযায়ী সিলেটে রবিবার ভোরের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এতে মানুষজন কর্মস্থলে যেতে ভোগান্তিতে পড়েন। অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশনে উদ্যোগে রাস্তা ও ডেইনের কাজ হওয়াতে নগরবাসী কিছুটা হলেও দুর্ভোগে পড়তে দেখা গেছে।
সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিধ সাইদ আহমদ চৌধুরী জানান, সিলেটের বিভিন্ন অঞ্চলে দিনের বেলায় বৃষ্টি হয়েছে। সকাল ৬টা ৪৪ মিনিটে বৃষ্টিপাত শুরু হয়। ৬টা ৪৮ মিনিটে শিলাবৃষ্টি হয়। তিনি জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকলে বোরো ফসলের ক্ষতি হবে। এছাড়া, বৃষ্টির সাথে শীতও বাড়তে পারে।
প্রসঙ্গ: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উপ-হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।