নর্থইষ্ট মেডিকেল কলেজ ব্লাড ডোনার এসোসিয়েশনের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প

74

DSC_2284নর্থইষ্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাঃ নুরুল আম্বিয়া বলেছেন, প্রত্যেক মানুষকেই তার নিজের ব্লাড পরীক্ষা করা প্রয়োজন। কেননা যদি নিজের ব্লাড সঠিক পরীক্ষা না করিয়ে কোন রোগীকে রক্ত দান করেন তা হলে সেই রোগীর উপকারের বদলে অনেক বড় ক্ষতি হবে। তাই সচেতন মানুষকে ব্লাড পরীক্ষা করা গুরুত্বপূর্ণ দায়িত্ব। ব্লাড পরীক্ষায় সচেতনতার বিকল্প নেই।
তিনি গতকাল ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ হাসপাতাল প্রাঙ্গণে ডাঃ শওকত আহমদ ও ১৩তম বেইজ ছাত্র/ছাত্রীদের সার্বিক সহযোগিতায় নর্থইষ্ট মেডিকেল কলেজ ব্লাড ডোনার এসোসিয়েশন আয়োজিত দিনব্যাপী ফ্রি ব্লাড গ্র“পিং ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্যাথোলজি বিভাগের প্রধান ডাঃ সূচনা এর সভাপতিত্বে এবং মোঃ আশরাফুল ইসলাম ও শেমরয় দাশ স্বপন এর যৌথ পরিচালনায় ফ্রি ব্লাড গ্র“পিং ক্যাম্প এ বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেডিকেল কলেজের গাইনী বিভাগের প্রধান মিসেস ফরহাদ মহাল, প্যাথলজি বিভাগের সহকারী প্রফেসর সাব্বির আহমদ, নর্থইষ্ট গ্র“পের চেয়ারম্যান প্রফেসার আফজল মিয়া, ম্যানেজিং ডাইরেক্টর ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, ডাঃ শওকত আহমদ। দিনব্যাপী ব্লাড টেস্টের দায়িত্ব পালন করেন ডাঃ দিপঙ্কর দাশ, ডাঃ অনুপম দাশ, ডাঃ সিহাব আহমদ, ডাঃ হাফিজ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বপন, সন্তু, মুবিন, মাসুদ, সাইফুর, দিবাকর দিদার, অভিজিত, শুভ, মুন্না, জাকওয়ান, রিপন, লতিফ, নূর হোসেন, মামুন আহমদ, হেলাল আহমদ প্রমুখ।
উল্লেখ্য, দিনব্যাপী ফ্রি ব্লাড টেস্ট ক্যাম্পে প্রায় ৪ শত জন লোকের ব্লাড পরীক্ষা করা হয়। বিজ্ঞপ্তি