ওসমানীনগরে ডেভেলপমেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশে অর্থমন্ত্রী ॥ ঋণ কোন দয়া নয় উদ্যোক্তাদের অধিকার

37

osmaninagar pic.-11-12gifওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এর ব্যবসায় উন্নয়ন ও গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমানে ঋণ কোনো দয়া নয়, এটা উদ্যোক্তার অধিকার। সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করা যাবে না। বিশ্বে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রায় ৭৫ শতাংশ পণ্য ও সেবা উৎপাদিত হয়। বাংলাদেশেও উৎপাদিত পণ্যের বেশির ভাগই ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে আসে। বাংলাদেশে সবগুলো ব্যাংকের প্রায় সাড়ে ৮ হাজার ব্রাঞ্জ আছে। এটা প্রয়োজনের তুলনায় মোটেও বেশি নয়। আমাদের দেশের জনসংখ্যার ঘনত্ব বেশি থাকায় প্রতিটি গ্রাহকের জন্য ব্যাংকিং সেবা নিশ্চিত করার জন্য আমাদের আরো বেশি করে ব্যাংক স্থাপন করতে হবে। ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোড় গোড়ায় পৌঁছে দেবার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে।
উপজেলার দয়ামীর বাজারে গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ইয়াছিন আলীর সভাপতিত্বে ও সিলেট ব্রাঞ্চ এর সিনিয়র অফিসার মো. শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক দেওয়ান নুরুল ইসলাম, কাজী মুর্শেদ হোসেন কামাল, সৈয়দ এপতার হোসেন পিয়ার, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ড. মো. জিল্লুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট রেঞ্জ এর ডিআইজি মিজানুর রহমান, পুলিশ সুপার নূরে আলম মিনা, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মোবারক হোসেন প্রমুখ।অনুষ্ঠানে প্রধান  অতিথিকে ফুুলেল শুভেচ্ছা জানান সিলেট ব্যাংক ও ওসমানী নগর ব্রাঞ্চের কর্মকর্তা ও নারী উদ্যোক্তাগণ।