জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের প্রবাসী সংবর্ধনা ॥ প্রবাসীরা দেশের যে কোন দুর্যোগময় মুহূর্তে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন

36

জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে শাখার ভাইস চেয়ারম্যান মোঃ হিরন মিয়া বলেছেন, প্রবাসীরা দেশের যে কোন দুর্যোগময় মুহূর্তে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। দেশের রাষ্ট্রীয় ভান্ডারে অর্থের যোগান দিয়ে প্রবাসীরা উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছেন। কিন্তু প্রবাসীরা নিজ মাতৃভূমিতে এসে বিমান বন্দর সহ বিভিন্ন স্থানে হয়রানির শিকার হচ্ছেন। যা অত্যন্ত দুঃখজনক।
তিনি গতকাল সোমবার বিকেলে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পরিষদের কার্যালয়ে তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি প্রবাসীদের সার্বিক সহযোগিতা প্রদানে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ চৌধুরীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ দুলাল হোসেন, অধ্যাপক মোঃ আব্দুস সাত্তার, এডভোকেট মহিউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম চুনু, ডা. এ এ শিহাব উদ্দিন, মোঃ মঈন উদ্দিন আহমদ, ইদ্রিস আলী, মঞ্জুর হোসেন সোহাগ, সেহতাজ আহমদ বাবলু, মামুনুর রশীদ মামুন, মনোয়ার হোসেন মনু, নুরুল আমীন, নুরুল ইসলাম, মোঃ নাসির উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিরন মিয়াকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন পরিষদের সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান। বিজ্ঞপ্তি