শিক্ষাক্ষেত্রে পাঠাগারের ভূমিকা অপরিসীম ——মজলুল হক

50

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বহুমুখী প্রতিভার অধিকারী ও সফল শিক্ষক সোয়েব আহমদ জায়গীরদারের বিদায় উপলক্ষে গত শুক্রবার রাণীগঞ্জ শহীদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে পাঠাগার প্রাঙ্গণে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাঠাগারের কেয়ার টেকার মাওলানা নিজাম উদ্দিন জালালীর সভাপতিত্বে ও মাসিক রানীগঞ্জ দর্পণের সম্পাদক আবুল কাশেম আকমলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাণীগঞ্জ উচ্চবিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল হালিম ও পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছালিক আহমদ। বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক মিছলুর রহমান, ডাঃ মুজাহিদ আলী, শিক্ষক ফরিদ আহমদ, অভিনেতা গোলাম রাব্বানী আকাশ, উপজেলা সৈনিকলীগের সভাপতি হুমায়ূন আহমদ তালুকদার, সাংবাদিক গোলাম সারোয়ার প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক বলেন, অত্র অঞ্চলের প্রিয়মুখ বহুমুখী প্রতিভার অধিকারী ও সফল শিক্ষক সোয়েব আহমদ জায়গীরদার আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা। তাঁর দেখানো পথ ও আদর্শকে লালন করে আগামী প্রজন্মকে এগিয়ে যেতে হবে। তা হলেই সমাজে এক নিষ্ঠাবান মানুষ হিসেবে গড়ে উঠা সম্ভব। সেই সাথে অত্র অঞ্চলের শিক্ষা ক্ষেত্রে রাণীগঞ্জ শহীদ স্মৃতি পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই পাঠাগারের উন্নয়নে সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। সভায় রাণীগঞ্জ শহীদ স্মৃতি পাঠাগারের নতুন একটি ভবন নির্মাণের প্রতিশ্র“তি দেন প্রধান অতিথি। সভার শুরুতে সংবর্ধিত অতিথির হাতে ক্রেষ্ট প্রদান করা হয়।