ওসমানীনগরে মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী ॥ আজকের শিক্ষার্থীরা আগামী দিনের উন্নয়নের চাবি-কাঠি

101

pi.uMoRওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে প্রবাসীদের অর্থায়নে নির্মিত কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি বলেছেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশের উন্নয়নের মূল চাবি-কাঠি। জীবনের সকল চাওয়া পাওয়ার সমন্বয় গঠাতে পারে শিক্ষা। শিক্ষা মানুষকে সামগ্রিক ও উন্নত গুণাবলী সম্পন্ন ব্যক্তিতে পরিণত করে। দেশের বেশির ভাগ মেধাবী ছাত্র/ছাত্রীরা অর্থনৈতিক ও বিভিন্ন সমস্যার কারনে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হয়। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে না তুলতে পরলে আমাদের দেশকে উন্নত দেশে পরিণত করা সম্ভব নয়। নতুন প্রজন্মকে শিক্ষিত করে তুলতে সরকারের পাশাপাশি আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তাহলে দেশ ও জাতির উন্নয়ন সাধিত হবে। বাংলাদেশের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকারের পাশাপাশি প্রবাসীরাও সহযোগিতা করে যাচ্ছে। দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে প্রবাসীরা কাজ করছেন। অত্র এলাকার ছাত্র/ছাত্রীর উচ্চ শিক্ষার  পথ সুগম করতে মোল্লাপাড়া গ্রামের প্রবাসী সুরত মিয়ার পরিবারের অর্থায়নে এলাকায় আব্দু মিয়া কলেজ স্থাপন করছেন। এটা প্রশংসার দাবীদার। গতকাল বুধবার বিকাল ৪টায় ওসমানীনগরের মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন এ সময় মন্ত্রী আরোও বলেন বর্তমান সরকার শিক্ষার প্রসারে বদ্ধপরিকর। গ্রামের সাধারণ মানুষের শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক রয়েছেন। নবনির্মিত কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি প্রবাসী ছুরত মিয়ার সভাপতিত্বে ও ওসমানীনগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু ও আ’লীগ নেতা ফেরদৌস খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, এছাড়া বিশেষ অতিথি ছিলেন আ’লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগ সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ.কে.এম.গোলাম কিবরিয়া তফাদার, সিলেট জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা, সিলেট সিটি কলেজের অধ্যক্ষ এনামুল হক সরদার, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দাল মিয়া। বক্তব্য রাখেন সিলেট জেলা আ’লীগের উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, মানপত্র পাঠ করেন সিলেট ক্যামবিয়ান কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, সমাজসেবক সৈয়দ এফতার হোসেন পিয়ার, উমরপর ইউ/পি চেয়ারম্যান আ’লীগ নেতা রোটারিয়ান ফারুক আহমদ, বালাগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) নাজমুল ইসলাম সরকার, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মো: আনহার মিয়া, ওসমানীনগর আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা কমরেড আফরোজ আলী, তাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, থানা আ’লীগ নেতা সৈয়ীদ আহমদ বহলুল, আলউর রহমান আলা, হোসাইন আহমদ ছইল, জেলা তরুণ লীগের সদস্য আব্দুর রহিম, যুবলীগ নেতা ইকবাল আহমদ, দিলদার আলী, শ্রমিক নেতা কয়ছর মিয়া, ডা: শফিকুর রহমান চৌধুরী, সাদিকুর রহমান পুরকায়স্থ, ডা: আব্দুল খালিক পুরকায়স্থ, নওশেদ মিয়া, সাবেক জেলা ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক মকবুল মিয়া, ইলিয়াস হোসেন লেফাছ, সেলিমুর রহমান, এপতার মিয়া পুরকায়স্থ, মাছুম মিয়া, জাকির মিয়া, আব্দুস সামাদ ছাড়াও এলাকার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সহ সুধীজনরা। এর আগে মন্ত্রী সুরত মিয়ার বাড়িতে ভোজ সভায় অংশ নিয়ে অনুষ্ঠান স্থলে এসে আনুষ্ঠানিক ভাবে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পরে নির্ধারিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।