জনগণের কাছ থেকে যারা রক্তচোষা টাকা নিতে চায় তারা মুনাফেক – কেয়া চৌধুরী এম.পি

38

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
ভাষা শহীদদের জীবন আত্ম ত্যাগের বিনিময় এবং তাদের সেই অসামান্য অবদানের জন্য আজ আমরা নিজের মাতৃভাষায় মুখফুটে কথা বলতে পারছি তাই ভাষা শহীদের অবদান কখনো বাঙালি জাতি ভুলে যাবার মতো নয়, তারা চির অমর। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হলে মুক্তিযুদ্ধের স্মৃৃতি রক্ষার্থে উন্নত মানুষিকতার পরিচয় দিতে হবে। বাঙালির ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত বার বার যার নাম উচ্চারিত হবে তিনি আর কেউ নয় তিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি দুঃখ প্রকাশ করে আরো বলেন শেখ হাসিনার উপহার আমি যেখানে পৌছে দিতে চাই সেখানেই পদে পদে আমাকে বাধার সম্মুখিন হতে হয়, যারা শেখ হাসিনার কথা চিন্তা করে না দলের কথা চিন্তা নিজের পকেট ভারি করে জনগণের কাছ থেকে রক্তচোষা টাকা নিতে চায় তারা মুনাফেক। বুধবার বেলা ১২টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাঁশডর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষকদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন (হবিগঞ্জ-সিলেট) সংরক্ষিত আসনের সংসদ সদস্য এড. আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বাঁশডর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জুনু মিয়া তালুকদার এর সভাপতিত্বে ও ইবরাহিম মোহাম্মদ শাহীন ও আবুল হাসান এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিসি. এসএমপি মোঃ আব্দুল ওয়াহাব, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সায়মা সুলতানা, শাহ তাজ উদ্দিন কোরেশী (র.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন মিয়া, হবিগঞ্জ পল¬ী বিদ্যুৎ সমিতির ১৩নং এলাকার পরিচালক শফিকুর রহমান, প্রাথমিক সরকারী বিদ্যালয় শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শামীম আহমদ চৌধুরী, সহ সভাপতি ছুরুক মিয়া, মোছাঃ শাহীনুর আক্তার চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী (তুহিন), শাহ তাজ উদ্দিন কোরেশী (র.) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হাফিজ।