ছাতকে আ.লীগ নেতা আউয়াল গ্রেফতার

4

ছাতক সংবাদদাতা

সুনামগঞ্জ জেলার ছাতকে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের দিগলবন্দ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল আউয়াল কালারুকা ইউনিয়নের দিগলবন্দ গ্রামের মৃত তাহির আলীর ছেলে ও কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানিয়েছে, সুনামগঞ্জ সদর ও ছাতক থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়ালকে সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় গ্রেফতার করা হয়।
ছাতক থানার এস আই আব্দুস সাত্তার জানান, গ্রেফতারের পর আব্দুল আউয়ালকে সুনামগঞ্জ সদর থানায় নেয়া হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।